🎃 দেশজুড়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকস্তরে স্কুলছুট বাড়লেও বাংলায় দেখা গেল উলটো ছবি। এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার বাড়ল। ফলে আগামীকাল থেকে শুরু হওয়া মাধ্যমিকে পরীক্ষা দিতে চলেছে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটি ছিল ৯ লক্ষ ২২ হাজার ৬৩৬। এবারে মাধ্যমিকেও ছাত্রীর সংখ্যা বেশি। তবে পরীক্ষার্থীদের সংখ্যা বাড়লেও এ বছর অবশ্য প্রধান ভেন্যুর সংখ্যা কমানো হয়েছে।
আরও পড়ুন: 🍰মাধ্যমিকে নজরদারিতে নিয়োজিত শিক্ষকরাও মোবাইল রাখতে পারবেন না, ধরা পড়লেই বিপদ!
♔মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী, এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩ জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা হল ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। এবার মোট ২,৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে। শিক্ষক মহলের একাংশের মতে, মেয়েদের শিক্ষার প্রসারের জন্য রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তারফলে মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণের সংখ্যা বেড়েছে।
൲জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে দক্ষিণ ২৪ পরগণায়। এই জেলা থেকে এবার মাধ্যমিক দিতে চলেছে ৯৩,০৬৮ জন। এছাড়াও, উত্তর ২৪ পরগনায় ৮৮,৯৫০ জন পরীক্ষার্থী রয়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮,৭৫৪ জন, যা সবচেয়ে বেশি। এই জেলায় ৮৪,২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। নানা সমীক্ষা অনুযায়ী, এই জেলাগুলিতেই বাল্য বিবাহ এবং স্কুলছুট বেশি। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, কোচবিহার, পুরুলিয়া এবং নদিয়াতে পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী বেড়েছে।তবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রধান ভেন্যুর সংখ্যা এবার কমিয়ে ৯৪৭ করা হয়েছে। গত বছর তা ছিল ৯৮৬টি। যদিও, সাব-ভেন্যুর সংখ্যা এবার বাড়ানো হয়েছে।
꧙এদিকে, মাধ্যমিকে টোকাটুকি রুখতে এবার কড়া নজরদারির ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাছাড়া প্রশ্ন ফাঁস রুখতেও কঠোর পদক্ষেপ করা হচ্ছে। উল্লেখ্য, গতবছর প্রশ্নফাঁসের চেষ্টায় জড়িত অভিযোগে মালদা জেলা থেকে ৪০-৪২ জনকে গ্রেফতার করা হয়েছিল। ফলে এই জেলায় বাড়তি নজর রাখা হয়েছে। তাছাড়া, প্রশ্নপত্র দেওয়ার পরে কোনও পরীক্ষার্থীর কাছ মোবাইল বা ইলেকট্রনিক্স সরঞ্জাম পাওয়া গেলে সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। এছাড়াও, সিভিক ভলান্টিয়ারদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে ডিউটি দেওয়া হবে না। তাদের পরীক্ষা কেন্দ্রের বাইরে ডিউটি দেওয়া হবে।