♎ নুসরত ভারুচা এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন কোন কাজ করলে তিনি তাঁর নেওয়া সিদ্ধান্তের কারণেই আফসোস করেন। কিন্তু ঠিক কী ঘটেছে?
আরও পড়ুন : 🎉'এখানকার পরিবেশ এত পবিত্র', স্ত্রী পত্রলেখার সঙ্গে মহাকুম্ভে রাজকুমার, ত্রিবেণী সঙ্গমে সারলেন পুণ্যস্নান
আরও পড়ুন : 💫WAVES সামিটের আগে অমিতাভ - আম্বানিদের সঙ্গে মোলাকাত মোদীর! শাহরুখ - আমিরদের থেকে কী কী টিপস নিলেন?
কী ঘটেছে?
ꦑএদিন নুসরত যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি তৈরি হচ্ছেন। তাঁর এক সহকারী তাঁকে জুতো পরিয়ে দিচ্ছেন। থুড়ি হাই হিল। আর তখন অভিনেত্রী জানান যে তিনি হিল পরতে চাননি। নিষেধ করেছেন । কিন্তু সহকারী অনুরোধ করছেন বারবার। তিনি অভিনেত্রীকে একটি সোনালি রঙের হিল পরানোর চেষ্টা চালিয়েই যাচ্ছেন। অগত্যা তিনি তাতে রাজি হন। আর তাই এখন এক পায়ে দাঁড়িয়ে আছেন। আসলে পুরোটাই তিনি মজার ছলে বানিয়েছেন। এদিন অভিনেত্রীর পরনে ছিল বেগুনি রঙের থাই স্লিট একটি গাউন।
🍰এই ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'হিল যত উঁচু হয় তত বেশি আমি আমার নেওয়া সিদ্ধান্তের কারণে আফসোসের কাছাকাছি পৌঁছে যাই।' তাঁর এই মজার ভিডিয়োটি দারুণ ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন এখানে।
কে কী বলছেন?
ꦓএক ব্যক্তি লেখেন, ' বলিউডের অন্যতম সুন্দরী এবং গুণী অভিনেত্রী।' আরেকজন লেখেন, 'আপনাকে দিন দিন আসিনের মতো হয়ে যাচ্ছে দেখতে। ' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কী দারুণ দেখাচ্ছে আপনাকে!'
ꦇআগামীতে অভিনেত্রীকে একাধিক প্রজেক্টে দেখা যাবে । বান টিক্কি, ছোরি ২ ছবিতে থাকবেন তিনি। তাঁকে শেষবার আকেলি ছবিতে দেখা গিয়েছিল।