ꩲ নাগপুরের এক ফুচকা বিক্রেতার বিক্রির অনন্য পদ্ধতি সাড়া ফেলল নেট পাড়ায়। কলকাতার রাজুদার পকেট পরোটার পর এবার নেটপাড়ায় ভাইরাল হল মহারাষ্ট্রের এক ফুচকা বিক্রেতা।
💃গোলগাপ্পা, পানিপুরি অথবা ফুচকা - যেই নামেই ডাকা হোক না কেন, মুচমুচে মুখরোচক এই খাবারটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।কেউ টকজল দিয়ে খেতে পছন্দ করেন, কেউ আবার শুকনো। অনেকে আবার দই ফুচকার ভক্ত। তবে খাওয়া শেষে ফাউ চাওয়াটা প্রায় প্রত্যেকেরই অভ্যাস। বিয়ে বাড়ি থেকে শুরু করে পুজোর মন্ডপ, মেলা সব জায়গাতেই ফুচকা যেন এখন এক ধরনের স্টার্টার। ভারতীয় উপমহাদেশ জুড়ে ফুচকার বেশ জনপ্রিয় খাবার।
🌺সেই ব্যাপ্তিকেই নেটপাড়ায় ব্যাপক করে তুললেন নাগপুরের ফুচকা বিক্রেতা, মেওয়ালা গুপ্ত। তিনি ৯৯,০০০ টাকার বিনিময়ে আজীবন ফুচকা খাওয়ানোর একটি অভিনব অফার দিলেন। এককালীন ৯৯,০০০ টাকা দেওয়ার পর এই অফারে গ্রাহকরা যেকোনো সময় এবং যতবার খুশি তার স্টলে গিয়ে অগুনতি ফুচকা খেতে পারবেন।
꧋সামাজিক মাধ্যমে একজন রসিকতা করে মন্তব্য করেন, ‘এই অফারটি কি আমার জীবনের জন্য প্রযোজ্য নাকি দোকানির ?’ সেই নিয়ে সামাজিক মাধ্যমে হাসির শোরগোল পড়ে যায়। মার্কেটিং গ্রোমেটিক্স-এর এই পোস্টটি প্রায় ৪৭,০০০ এর বেশি লাইক পেয়েছে। অফারটির সত্যতা বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকে আবার এও বলেছেন যে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যই তিনি হয়তো এরকম অফার রেখেছেন।
﷽কিছু মানুষের মন্তব্য, এত টাকা খরচা করে এরকম অফার কোনো গ্রাহকই বেছে নেবেন না। অর্থ আদায়ের পর তিনি যে উধাও হয়ে যাবেন না এ বিষয়েও কোনও নিশ্চয়তা নেই।
আরও পড়ুন - 🍷Graphite Spyware: হোয়াট্সঅ্য়াপে হানা ইজরায়েলি স্পাইওয়্যারের, ভারতীয় ইউজাররা সুরক্ষিত তো?
💫ফুচকা সকলেরই পছন্দের খাবার হলেও তার পিছনে এত পরিমাণ অর্থ ব্যয় করতে কেউই রাজি নন। তবে ফুচকার মোহনীয় স্বাদের প্রতি অমোঘ আকর্ষণকে অস্বীকার করছেন না তারা।