ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করতে গিয়ে নিজের স্বাস্থ্য নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ꧋্যায়। ৪১-এর পল্লীর পুজো উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, 'আমার চার কেজি ওজন কমেছে।'
পায়ের সমস্যার জন্য ঘরবন্দি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক মাস হতে চলল। তবে ঘরে থাকলেও প্রশাসনিক কাজে কোনও খামতি নেই। প্রশ্ন ছিল অসুস্থতার জন্য মুখ্যমন্ত্রী𒐪 কি পুজো উদ্বোধন করতে পারবেন? কিন্তু তিনি যথারীতি মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন। ভার্চꦛুয়ালি উদ্বোধন করছেন।
রবিবারও একগুচ্ছ পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি পুজো কমিটিগুলোকে বেশ কিছু পরামর্শ দেন। দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছ। তা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,'এবার অনেক বিদেশি পুজোয় আসবেন। তাঁদের ভাল করো পুজোয় আদরযত্ন করবেন। ইউনেস্কোর টিম আসবে , তাই প্যান্ডেল খালি রাখবেন না। কখন আসবে আপনারা কেউ জানেন না। তাই কেউ না কেউ অবশ𝔉্যই থাকবেন। বাচ্চাদের প্যান্ডেলে রাখবেন। ওঁনারা এলে হাতে একটা করে ফুল দেবেন।' প্রত্যেক পুজো কমিটিকে উদ্বোধনের পর প্রꩵতিমার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে বলেন।
(পড়তে পারেন। সিদ্ধান্ত🐎ে বদল! মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি ব💛িলের আলোচনায় অংশ নেবে বিজেপি )