মঙ্গলবার গ্রেফতার হয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার💫্য। ইডির জে🌱রার মুখে পড়েছেন তিনি। আর ইডি সূত্রে খবর, জেরার সময় মানিক বলে ওঠেন, শরীর খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে। এরপরই সিজিও থেকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় ধৃত মানিক ভট্টাচার্যকে।
মঙ্গলবার গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। তারপর তার শারীরিক পরীক্ষাও করা হয়েছিল। এদিকে বুধবার সকাল থেকেই তাকে দফায় দফায় জেরা শুরু করেন আধিকারিকরা। এর মধ্যেই আচমকা অসুস্থতার কথা তিনি জানান তদন্তকারীদের। এরপরই তাক⛄ে জোকা ইএসআইতে নিয়ে আসা হয় বলে সূত্রের খবর।
তবে ইতিমধ্যেই ইডির তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। অভিযোগ উঠেছে সব জেনে শুন🍬েই এই দুর্নীতির জাল বোনা হয়েছিল। সেখানে বড় ভূমিকা ছিল মানিকের। একাধিক ফোন কল ও হোয়াটস অ্যাপ মেসেজ খতিয়ে দেখছে ইডি। মেসেজে উল্লেখ করা ডিডি ও আরকের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি মানিকের ছেলের কোম্পানিতে বিপুল টাকার লেনদেনের সঙ্গে এই টেট কেলেঙ্কারির কোনও যোগ রয়েছে কি না সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে এসব বিতর্কিত প্রশ্নের মুখে পড়ে মানিক ভট্টাচার্য 🌺আদৌ কতটা সহযোগিতা করবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।