মুখ বন্ধ করতে আগেই ব্যবস্থা হয়েছিল কালো কাচে ঘেরা গাড়ির। এবার নিরাপত্তার কারণ দেখিয়ে আরজি কর কাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ারের আদালতেই আ♎সা বন্ধ করে 💃দিল পুলিশ। সোমবার থেকে ভার্চুয়ালি জেল থেকে শুনানিতে অংশগ্রহণ করবেন তিনি। তবে শুনানি হবে রুদ্ধদ্বার কক্ষে।
আরও পড়ুন - ছ'টাতেই হারব, আগেই 𒉰জানতাম, উপ নির্বাচনের ভরাডুবির পরে মুখ খুলেই বললেন দিলীপ ঘোဣষ
পড়তে থাকুন - ‘কলকাতায় বসে সিদ্ধান্ত নিলে এরকমই হবে, BJPর এই ♊নেতৃত্ব মানুষকেꦇ মানুষ ভাবে না’
আরজি কর কাণ্ডের শুনানি চলছে ২ সপ্তাহ ধরে। রূদ্ধদ্বার কক্ষে চলছে শুনানি। শুনানি চলাকালীন রোজ আদালতে হাজির করাতে হচ্ছে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। প্রথম কয়েকদিন তাঁকে প্রিজন ভ্যানে জেল থেকে শিয়ালদা আদালতে আনা হচ্ছিল। আর 🔜আদালত থেকে ফেরার সময় দফায় দফায় মুখ খুলে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছেন তিনি। দাবি করেছেন, খুন ও ধর্ষণের সঙ্গে তিনি যুক্ত নন। এমনকী বিনীত গোয়েল তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন বলেও প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলেন তিনি। এর পর অভিযুক্তকে আদালতে আনার জন্য কালো কাচে ঘেরা গাড়ির ব্যবস্থা করে কলকাতা পুলিশ। গাড়ি থেকে নেমে আদালতে ঢোকা পর্𓆏যন্ত কয়েক মিটার পথেও সে যাতে মুখ খুলতে না পারে সেজন্য আয়োজনের অন্ত ছিল না। কখনও গাড়ির ছাদ পিটিয়ে, কখনও একসঙ্গে সমস্ত গাড়ির হর্ন বাজিয়ে চাপা দেওয়া হয়েছে অভিযুক্তের কণ্ঠস্বর। কখনও অন্য গাড়ি দিয়ে আড়াল করা হয়েছে অভিযুক্তের গাড়িকে। এসব করে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে। অবশেষ ঘাম দিয়ে জ্বর ছাড়ল তাদের।
আরও পড়ুন - ‘ডোন্ট গেট ওয়📖ারিড’, উপ নির্বাচনে ভরাডুবিকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু
অভিযুক্তের নিরাপত্তার কথা বিবেচনা করে আদালতে ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল রাজ্য সরকার। শিয়ালদা আদালতে সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে জানা গি𒁏য়েছে। ঠিক হয়েছে, জেলে বসেই ভার্চুয়াল শুনানিতে হাজির থাকবেন অভিযুক্ত। একটি বন্ধ ঘরে ক্যামেরার সামনে একা বসে থাকবেন তিনি। সামনে টিভিতে দেখতে পাবেন আদালতের ছবি, শুনতে পারবেন সবার কথা। আদালতেও একটি টিভিতে অভিযুক্তের ছবি ও কণ্ঠ শোনা যাবে। শুধুমাত্র কোনও সাক্ষীর দ্বারা শনাক্তকরণের দিন সঞ্জয় রায়কে🌸 হাজির করা হবে আদালতে।
প্রশ্ন উঠছে, সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা𒀰🌳 থেকে বিরত করতেই কি পুলিশের এই পন্থা। অভিযুক্ত মুখ খুললে কি প্রভাবশালী কারও বিপদ বাড়ত?