হাওড়া স্টেশনে সাম্প্রতিক সময়ে🍷 প্রচুর টাকা উদ্ধার হয়েছে। এবার এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ হল ২ কোটি ৬১ লক্ষ টাকা। আরপিএফের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ওই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। তাকে আটক করেছে আরপিএফ। জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম হেমন্ত কুমার পান্ডে। যাত্রী উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা। কোথা থেকে তিনি এত পরিমಌাণ টাকা পেলেন? কোথায় যাচ্ছিলেন? তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: ভিক্ষুকের বাড়িতে মিলল ‘গুপ্তꦬধন’, মৃত্যুর পরেই উদ্ধার ল🍌ক্ষাধিক টাকা, করা হবে দান
রেল সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরোর এক আধিকারিকের নেতৃত্বে আরপিএফ একটি অভিযান চালায়। সেই সময় আরপিএফ কর্মীরা ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় আরপিএফ কনস্টেবল একজন যাত্রীকে ব্যাকপ্যাক নিয়ে আট নম্বর প্ল্যাটফর্মের 𓆏দিকে যেতে দেখেন। তাঁকে দেখে সন্দেহ হলে আরপিএফ ওই যাত্রীকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে।
পরে তাঁর ব্যাকপ্যাক খুলতেই বেরিয়ে আসে প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা। একজন লাইসেন্সপ্রাপ্ত কুলিকে সাক্ষী করে আরপিএফের দল এই অর্থ উদ্ধার করে। রেল সূত্রে জানা গিয়েছে, ওই ব্য༺ক্তির কাছ থেকে মার্কিন ডলার, ৫২.৫ হাজার সৌদি রিয়াল এবং ৬০০ সিঙ্গাপুর ডলার উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ হল ২ কোটি ৬০ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা। তাঁর ব্যাকপ্যাকের পাশাপাশি প্যান্টের পকেট থেকে এই অর্থ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই এত পরিমাণ বিদেশি মুদ্রা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় আরপিএফ কর্মীদের।
রেল সূত্রে জানা যাচ্ছে, হেমন্ত কুমারের ক⛄াছে এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের জন্য কোনও বৈধ নথিপত্র বা আইনি অনুমোদন ছিল না। প্রথমে তিনি আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু, পরে স্বীকার করেছিলেন যে তিনি🍸 নগদ গোরখপুর থেকে কলকাতার পার্ক স্ট্রিটে নিয়ে যাচ্ছিলেন। পরে তাঁকে আটক করা হয়েছ। অভিযুক্তকে শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।