২০১৬ নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির পরেও নতুন নথি জমা দিতে চায় SSC. বুধবার সর্বোচ্চ আদালতে এই আবেদন জানালে প্রধান বিচারপতির বেঞ্চ উষ্মা প্রকাশ করে। তবে নথি জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। সেই নথি বিচার্য হবে কি না তা ঠিক করবে সুপ্রিম কোর্ট।সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে ছিল ২০১৬ SSC নিয়োগ মামলার চূড়ান্ত শুনানি। এই মামলায় ইতিমধ্যে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানিতেও যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণের কোনও সর্বসম্মত পদ্ধতি পাওয়া যায়নি। এই মামলায় রায়ের অপেক্ষায় যখন হাজার হাজার শিক্ষক তখন নতুন নথি জমা দিতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল SSC. এদিন SSCর আবেদনে উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত বলে, এতদিন নথি জমা দেননি কেন? এভাবে মামলার চূড়ান্ত শুনানির পর নথি জমা দেওয়া যায় না। তবু যখন চাইছেন তখন নথি জমা দিন। তবে এই নথি বিচার্য কি না তা ঠিক করবে আদালত। সোমবারের মধ্যে জমা দিতে হবে সব নথি। বিরোধীদের দাবি, সুপ্রিম কোর্টে নতুন নথি জমা দিয়ে আসলে আরও কিছুটা সময় নষ্ট করতে চাইছে তৃণমূল সরকার। কারণ আগমী বছর বিধানসভা নির্বাচন। তার আগে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই বহাল রাখলে রাজ্যে বিরোধীরা নতুন ইস্যু হাতে পেয়ে যাবে। তার থেকে বড় কথা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা তৃণমূল নেতাদের কাছে গিয়ে টাকা ফেরত চাইবেন। যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাঁরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবেন। যা কখনও চান না মমতা বন্দ্যোপাধ্যায়।