রাজ্যের স্বꩲাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একের পর এক নিশানা করেছেন জুনিয়র ডাক্তারদের। এই আন্দোলনের পেছনে রাজনীতির খেলা আছে বলে অভিযোগ তুলেছেন খোদ চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এবার তার জবাবও দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
জুনিয়র ডাক্তারদের পক্ষে কিঞ্জল নন্দ জানিয়েছেন, এই আন্দোলনে রাজনীতির কোনও রঙ নেই। অন্যান্য জুনিয়র চি💎কিৎসকরা জানিয়েছেন, আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক।
এত হাজার হাজার মানুষ রাস্তায় নামছেন। রোদে পুড়ে, জলে ভিজে এত মানুষ রাস্তায় নামছꦰেন। আমরা চাইছি মুখ্য়মন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা। আমরা চাইছি মিডিয়ার সামনে সদর্থক আলোচনা। নবান্নের আলোচনায় আমাদের কোনও আপত্তি নেই। জানালেন জুনিয়র ডাক্তাররা।
সেই সঙ্গেই মন্ত্রী প্রশ্ন তুলেছিলেন কেন ভোর ৩꧒টে ৪৫ মিনিটে সিএমওতে মেল কর🃏া হল?
সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 💖তাঁরা সাফ জানিয়েছেন, আর𓂃জি করের ঘটনার পরে তাঁদের কাছে রাত দিন বলে আলাদা কিছু নেই। সবার সঙ্গে আলোচনা করেই এই মেল পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন তাঁরা।
এদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগেই দাবি করেছিলেন আমরা প্রশ্ন করতে চাই ভোর ৩টে ৪৫ মিনিটে কেন সিএমওতে মেল পাঠানো হল? এটা কি খুব স্বাভাবিক? নিশ্চয় নয়। তাহলে কি এর পেছেনে রাজনীতি লুকিয়ে আছে?&n💮bsp;