শুভেন্দু অধিকারী আগে তারিখের রাজনীতি করল꧙েন। তাতে কোনও লাভ হল না বিজেপির। উলটে কেন্দ্রীয় নেতাদের কাছে ঝাড় খেতে হল বিরোধী দলনেতাকে বলে সূত্রের খবর। এবার কাঁথির সভা থেকে নতুন বছরে ঘটবে বলে তিনি জানিয়েছেন। জানুয়ারি মাসে বড় ডাকাত ধরা পড়বে বলে এখন দাবি তাঁর। যদিও আগের তিনটি তারিখ ব্যুমেরাং হয়েছে। এবার তাঁকে সরাসরি ডেডলাইন ঘোষণা করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। আগামী জানুয়ারি মাসে শুভেন্দু অধিকারী বদল হয়ে যাচ্ছেন বলেই দাবি তাঁর।
ঠিক কী বলেছেন কামারহাটির বিধায়ক? যখন সরকার পড়ে যাবে, বড় ডাকাত ধরা পড়বে বলে 🀅শুভেন্দু অধিকারী বাজার গরম করছেন তখন মদন মিত্রের এই চ্যালে📖ঞ্জ শোরগোল ফেলে দিয়েছে। এদিন মদন মিত্র বলেন, ‘শুভেন্দু যেই ডেডলাইন দিল সঙ্গে সঙ্গে কেরলে আমেরিকার নৌবহর, কাতার আমেরিকার নৌবহর, বিভিন্ন দেশের নৌবহর, পুতিন, জেলেনস্কিও থমকে গিয়েছিলেন। শুভেন্দুর ডেডলাইন বলে কথা। শুভেন্দু বুঝতে পারেনি কখন ডেটলাইন বলতে গিয়ে নিজের ডেডলাইন ঘোষণা করে দিয়েছে। ওর অফলাইন হয়ে যাওয়ার সময় এসেছে। বোধহয় শুভেন্দু জানুয়ারি মাসেই বদল হয়ে যাচ্ছেন।’
কেন এমন বললেন মদন মিত্র? সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ১২, ১৪ এবং ২১ তারিখ বড় কিছু ঘটবে বলে রাꦬজ্য✅–রাজনীতি সরগরম করেছিলেন। সেটা মুখ থুবড়ে পড়ায় বিজেপির কেন্দ্রীয় নেতাদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা বদলের খবর আসতে শুরু করেছে। এই পদে পরিবর্তন হতে চলেছে। সেখানে কে আসবেন? শুভেন্দুর কী হবে? সেটা ক্রমশ প্রকাশ্য। ডিসেম্বর মাসেই এই রদবদল হওয়ার কথা ছিল। সেটা এভাবে আটকানো গিয়েছে। তবে আরএসএস চাইছে না শুভেন্দুকে রাজ্য সবাপতির চেয়ারে বসাতে। এই পরিবর্তনের খবর মদন মিত্র পেয়েছেন। তাই এমন অফলাই💙নের কথা বলেছেন।
ঠিক কী বলছেন শুভেন্ಞদু? বুধবার কাঁথির জনসভা থেকে হুঁশিয়ারির🐻 সুরে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী বলেন, ‘বিধায়ক বদলে নয়, ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসবে। সরকার গড়বে। পঞ্চায়েত নির্বাচনে আপনারা ভোট করতে পারবেন তো? ছোট ছোট চোর ধরতে পারবেন তো? বড় চোর ধরার দায়িত্ব আমার। তারিখ, মাস বদল হবে, কিন্তু সালটা বদল হবে না।’