তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ন্যক্কারজনক আক্রমণ করতে গিয়ে চরম বিপাকে প𝔉ড়েছে বঙ্গ–বিজেপি। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা বিজেপির। তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কটাক্ষ করে সোশ্যাল মিড♍িয়ায় ব্যঙ্গচিত্র প্রকাশ করে রাজ্য বিজেপি। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই ব্যঙ্গচিত্রে সারদা দেবীকে অপমান করা হয়েছে। এই ব্যঙ্গচিত্র পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাতে নেটপাড়ার লোকজন বিজেপিকে ‘অ্যান্টি বেঙ্গলি’ বলে ধুয়ে দিয়েছে। তখন বঙ্গ–বিজেপি নেতৃত্বকে ধুয়ে দিয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। এবার বঙ্গ–বিজেপিকে সন্দেশখালি ইস্যুতে বড় পরামর্শ দিলেন প্রাক্তন ভিন রাজ্যের রাজ্যপাল। এমনকী নিজের এক্স হ্যন্ডেলে কোন পথে এগোতে হবে সেটা বাতলে দিয়েছেন তিনি। তবে সুকৌশলে বিজেপির নাম সেখানে উল্লেখ করেননি।
এদিকে সন্দেশখালি ইস্যুকে জিইয়ে রাখতে চাইছে বিজেপি। সেখানে একের পর এক ধাক্কা খাচ্ছে বিজেপিই। কখনও তাদের পরিকল্পনার অডিয়ো ফাঁস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদার🍸ের আঘাত নিয়ে ভিডিয়ো প্রকাশ করে দিতেই বিপাকে পড়ে বিজেপি। তার উপর তমলুকে দলের মহিলা মোর্চার নেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাজ করার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। এমনকী হাওড়ায় মধুচক্র চালাবার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধেই। সুতরাং এই কোণঠাসা অবস্থা থেকে বিজেপিকে অক্সিজেন দিতে এগিয়ে এলেন তথাগত রায়। আর তাঁর এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
অন্যদিকে সম্প্রতি আইপিএস অফিসার যশপ্রীত সিংকে খালিস্তানি বলে আক্রমণ করে চরম বিপাকে পড়েছে বিজেপি। তাদের পার্টি অফিস ঘেরাও করতে শুরু করেছেন শিখ মানুষজন। বাংলায় এখন তপ্ত হয়ে উঠেছে এই মন্তব্যের পর পরিস্থিতি। শিখদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। এবার মামলাও হয়েছে। সারদা মাকে নিয়ে কড়া ব্যঙ্গচিত্র প্রকাশের পর সমালোচনা করে তখন তথাগত রায় এক্স হ্যান্ডেলে লিಞখেছিলেন, ‘মা সারদাকে নিয়ে ক্যারিকেচার করছে পশ্চিমবঙ্গ বিজেপি! ২০২১ সালে বিজেপির মধ্যে এক শিম্পাঞ্জির নেতৃত্বে পালে প෴ালে মুলো ও সিপিএম গুপ্তচর, এমনকী প্রকাশ্য চর ঢুকে দলের সর্বনাশ করেছিল। তাদের গোটাকতক এখনও বিজেপিতে থেকে গিয়েছে মনে হয়। গ্যাংগ্রিন কাটার মতো এদের নির্মমভাবে কেটে বার করুন। নচেৎ পুরো দলটারই পচে মৃত্যু হবে।’
আরও পড়ুন: ‘দিল্লির নির্দেশ🎃 সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে হবে’, বিজেপিকে তুলোধনা করলেন কুণাল
কিন্তু এবার ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বর্ষীয়ান বিজেপি নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিপাকে ফেলার পথ বাতলে দিয়েছেন তথাগত রায়। তাই এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি আবার বলছি, সন্দেশখালির সমাধান হল আফস্পা। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখা হোক। আর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেওয়া হোক, সেন্ট্রাল প্যারামিলিটারি বা প্যারামিলিটারি ফোর্সের▨ হাতে। রাষ্ট্রপতি শাসন তাঁকে আবার রাস্তায় নেমে আন্দোলনের রসদ জোগাবে। যেটায় তিনি সবচেয়ে ভাল।’ বিজেপি নেতাদের এভাবেই পরামর্শ দিলেন তথাগত রায় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।