গ্লোবাল ফাউন্ড্রির কর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশ্বের অন্যতম বড় সেমিকন্ডাক্টর সংস্থার কর্তাদের সঙ্গে বাঙালি মধ্যাহ্নভোজ করার বিষয়টিও সেই পোস্টে জানিয়ে বাবুল বলেন, এই বৈঠক ইতিবাচক হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বাবুল লেখেন, 'আয়ের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম সেমিকন্ডাক্টর সংস্থা গ্লোবাল ফাউন্ড্রির আধিকারিকদের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার ফলে পশ্চিমবঙ্গে তাঁদের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়। টিই উইলিয়ামস, ডঃ অমিতাভ দাসদের সঙ্গে বঙালি খাবারে মধ্যাহ্নভোজ করি। অ্যাসোচ্যামের সম্মেলনের সময় এই বৈঠক হয়।' অবশ্য বাবুল এই পোস্ট করলেও গ্লোবাল ফাউন্ড্রির তরফ থেকে বাংলায় নতুন করে কোনও বিনিয়োগের কথা এখনই বলা হয়নি। (আরও পড়ুন: ঘুষ কাণ্ডে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন🐓, এক্সেল শিটে তথ্য ‘সেভ’ করে রেখেছিল আদানিꦜ?)
আরও পড়ুন: অবশেষꦏে রাজ্যের ডিএ বাড়ল, এমনকী বকেয়া মহার্ঘ ভ𓆏াতা নিয়েও বড় ঘোষণা সরকারের