বাংলাদেশে হিন📖্দুদের ওপর নারকীয় নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতাকে কটাক্ষ করলেন ISF বিধায়ক তথা ফুরফুরা শরিফের পিরজাদা নওসাদ সিদ্দিকি। বৃহস্পতিবার তিনি বলেন, ভারত সরকারের কঠোর হাতে বার্তা দেওয়ার দরক🥀ার ছিল। সেকাজে তারা ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন - বাকিরা ওয়াক আউট ক🌄রলেও বিধানসভায় মন্ত্রীর সঙ্গে আলোচনায় মগ্ন BJP বিধায়ক
পড়তে থাকুন - আবাসের ঘরে হোম স্টে, টাকিতে দুর্নী🍸তির দায় ঝাড়তে মরিয়া চেষ্টা পুরপ্রধানের
এদিন নওসাদ বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে তা কখনও কাম্য নয়। এটা একটা আন্তর্জাতিক ঘটনা। ভারত সরকারের কঠোর হাতে বার্তা দেওয়ার দরকার ছিল। সেকাজে তারা ব্যর্থ হয়েছে। যিনি নিজেকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে জাহির করছেন তাঁর এখনও কোনও বিবৃতি দেখ🐎তে পেলাম না। প্রতিবেশী বাংলাদেশ শান্ত থাকুক। সঙ্গে সেখানে সংখ্যালঘুদের ওপরে যে দমন পীড়ন চলছে সেটা অবিলম্বে বন্ধ হওয়🌳া উচিত।’
ꦍ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কড়া বিবৃতি জারি করে ভারতীয় বিদেশ মন্ত্রক। বিবৃতিতে তারা 🐻সেদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সঙ্গে প্রশ্ন তুলেছে, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি পেশ করলেও হিন্দুদের গ্রেফতার করা হচ্ছে অথচ মৌলবাদীরা সেদেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে সেদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন - হিলি দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ও আ𝕴লু রফতানি বন্ধ, সীমান্তে দাঁড়িয়ে শ'য়ে শ'য়ে ট্রাক
সোমবার বাংলাদেশেꦇ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারির পর থেকে সেদেশে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন হিন্দুরা। সন্ন্যাসীর মুক্তির দাবিতে বিক্ষোভ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও। যদিও ইউনুস সরকারের দাবি, বাংলাদেশে হিন্দুরা নিরাপদেই রয়েছেন।