সরকারি চিকিৎসকদের জন্য এবার কড়া পদক্ষেপের পথে স্বাস্থ্য ভবন। উল্লেখ্য, সরকারি হাসপাতালে কর্মরত থেকেও বহু সরক♒ারি চিকিৎসক বেসরকারি হাসপাতালে বা বেসরকারি পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন। এবার তাঁদের নিয়েই আরও কড়া হচ্ছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যভবন জানিয়েছে, বেসরকারি ক্ষেত্রে পরিষেবা দিলে রাজ্য সরকারি ডাক্তারদের পেতে হবে এনওসি (ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন)। জানা𒐪 যাচ্ছে স্বাস্থ্যভবনের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে নবান্ন।
মূলত, সরকারি হাসপাতালের প্রতি দায়বদ্ধতা বাড়াতেই রাজ্য সরকারি চিকিৎসকদের ঘিরে এই পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্যভবন। এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবন থেকে এসেছে এই কড়া বার্তা। ২০১৭ সালের ক্লিনিক্যাল এশটাবলিশমেন্ট আইন অনুযায়ী এই পদক্ষেপ। ফলে এবার🗹 থেকে নতুন নিয়ম অনুযায়ী, কোনও সরকারি চিকিৎসক যদি বেসরকারি নার্সিংহোম বা বেসরকারি ক্ষেত্রে প্র্যাকটিস করেন, তাহলে তাঁদের প্রয়োজন এনওসি। এই আইন এতদিন পর্যন্ত লাগু হলেও, তা নিয়ে কড়া ব্যবস্থার পথে হাঁটেনি স্বাস্থ্য দফতর। তবে এবার থেকে কঠোর ভূমিকার পথে স্বাস্থ্য দফতর হাঁটতে চলেছে এই ক্ষেত্রে। প্রশ্ন উঠতেই পারে যে কেন এতদিন এই বিষয়ে কড়াকড়ি করেনি স্বাস্থ্য দফতর? তাতে স্বাস্থ্য দফতরের যুক্তি, যাঁরা স্বচ্ছল, তাঁরা এমন পদক্ষেপের ফলে অসুবিধায় পড়তে পারেন। এমন একাধিক ইস্যু সামনে আসছিল।
( November Holiday 2024: ভাইফোঁটা-ছট পুজোর মাস নভেম্বরে রাজ্য সরকারি কর্মীদের কত দিন ছ🦹ুটি? তালিকা প্রকাশ নবান্নের)
( Indian Army: সোশ্যাল মিডিয়ায় সেনাকে নিয়ে বেআইনি কিছু দেখলেই সরাসরি নোটিস দেবে আর্মি, মিলল অধিকার, পদক্ষেপ কেন্দဣ্রের)
( Chicken Biriyani: ‘ভুল করছেন’, দিওয়ালির আগে চিকেন বিরিয়ানি অর্ডায় দেওয়ায় ডেলিভারি এজেন্টের ধমক ব্🤪যক্তিকে, খবরে দিল্লি)
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর থেকেই এই নিয়ম নিয়ে কড়া হয়েছে সরকার। এছাড়াও আরজি কর কাণ্ডের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময়, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে, জুনিয়র চিকিৎসকরা যখন কর্মবিরতি পালন করছিলেন, তখন বহু বহু চিকিৎসক বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়েছেন। বৈঠকে ক্ষোভে ফুঁসে উঠে মমতার প্রশ্ন ছিল,কর্মবিরতি চলাকালীন বিভিন্ন বেসরকারি হাসপা꧂তালে ৫৬৩ জন চিকিৎসক কাজ করে টাকা নিয়েছেন। এটাকে ফৌজদারি অপরাধ বলা হবে না?
এদিকে, নয়া নিয়মের আওতায় একমাত্র, স্বাস্থ্য ভবন যদি এনওসি দেয়, তবেই বেসরকারি হাসপাতালে বা বেসরকারি ক্ষেত্রে পরিষেবা দিতে পারবেন সরকারি চিকিৎসকরা। শুধু তাꦺই নয়, সার্😼জারির ক্ষেত্রেও একই নিয়ম।