'কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত'। তাই তাদের উপর ভরসা না করে শনিবারের বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তড়িঘড়ি লিখিত আবেদন জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
উল্লেখ্য, এদিন দুপুর পৌনে দু'টো নাগাদ মধ্য কলকাতার এসএন ব্যানার্জি রোড লাগোয়া এলাকায় একটি বিস্ফোরণের ঘটনার ঘটে। সুকান꧙্ত তাঁর লেখা আবেদনপত্রে জানিয়ে💛ছেন, সেই ঘটনায় ৫৮ বছরের এক ব্যক্তির প্রাণ যায়। নিহত ব্যক্তি আবর্জনা সংগ্রহ ও বিক্রির কাজ করতেন।
এই ঘটনার পরই কলকাতা পুলিশের তরফে পদক্ষেপ করা হয়। বিস্ফোরণস্থল ঘিরে ফেলে খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডে। সুকান্তর বক্তব্য, পুলিশ ও বম্ব স্কোয়া𝓀ড তাদের কাজ শুরু করলেও কী কারণে দিনে-দুপুরে, শহরের বুকে এমন ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।
এর জন্য যে তদন্তের প্রয়োজন, সেকথাও বলেছেন বিজেপি রাজ্য সভাপতি। কিন্তু, একইসঙ্গে তাঁর দাবি, কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত। তাই ত😼াদের পক্ষে এমন একটি বি🉐স্ফোরণের তদন্ত করা সম্ভব নয়।
এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুকান্ত মজুমদারের দাবি, এনআইএ বা অন্য কোনও ক𝔍েন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যাদের এই ধরনের ঘটনা🌸র তদন্ত করার অভিজ্ঞতা ও পারদর্শিতা রয়েছে, এবং যাদের কাছে এর জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিকাঠামো মজুত রয়েছে, তেমনই কারও উপর এই ঘটনার তদন্তভার ন্যস্ত করা হোক।