তেলের ট্যাঙ্কেরর ভিতর পড🎃়ে গিয়ে মৃত্যু হল ২ শ্রমিকের। ঘটনাস্থল তিলজলা। প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে যে, তিলজলায় ও𒁃ই ট্যাঙ্কারের ভিতরে তেল কতটা রয়েছে, তা মাপতে গিয়ে ওই ট্যাঙ্কারের ভিতরে শ্রমিকরা পড়ে যান। জানা গিয়েছে, ট্যাঙ্কারে নিমতেল নিয়ে সাবান কারখানায় এসেছিল যানটি। সেই দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে ঘটে যায় দুর্ঘটনা।
জানা গিয়েছে, তিলজলায় ৭ নম্ব𒆙র ওয়ার্ডে একটি সাবান তৈরির কারখানায় নিম তেল নিয়ে আসে ওই ট্যাঙ্কারটি। স্থানীয় সূত্রের দাবি, এক শ্রমিক সেখানে তেলের স্তর মাপতে গিয়েছিলেন। সেই দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে এরপর ভিতরে পড়ে যান ওই শ্রমিকরা। সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। সেই 🦄মৃত্যু ভিতরে পড়ে গিয়ে কোনও আঘাত লেগে হয়েছে, নাকি কোনওভাবে গন্ধে দমবন্ধ হয়ে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জানা যায়, পড়ে যাওয়ার পরই তেলের ভিতরে ডুবতে থাকেন তাঁরা। জানা গিয়েছে, প্রথমে একজন শ্রমিক তেলের ট্যাঙ্কারের ভিতরে পড়েন। তারপর আরেকজন তাঁকে তুলে নিয়ে ওঠাতে গিয়ে পড়ে যান ভিতরে। তেলের পিচ্ছিলতার জন্য তাঁরা কেউই উঠতে পারছিলেন না ওপরে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
( ꦛভাঙা চেয়ারে ভর দিয়ে পেনশন নিতে নয়,🌠 মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন বৃদ্ধা, ভিডিয়ো খবরে)