বিশ্বকাপ সেমিফাইনাল। মার্টিন গাপ্টিলের অতিমানবীয় ডিরেক্ট থ্রো’টা উইকেটে লাগতেই স্বপ্নভঙ্গ হয় ভারতের। ফাইনালের একধাপ আগেই থেমে যেতে হয় বিরাট কোহলিদের। সেইসময় ভারতীয় ড্রেসিংরুমের কী অবস্থা ছিল, তা জানালেন বিরাট। বললেন, দলকে বিপদ থেকে বের করতে না পারার অনুভূতিটা, কতটা তাঁকে কুরে কুরে খাচ্ছিল।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, "আমি ব্যর্থতায় প্রভাবিত হই! হ্যাঁ, হই। প্রত্যেকে হয়। দিনের শেষে জানি, আমাকে দলের প্রয়োজন। (সেদিন) আমার খুব মনে হচ্ছিল, অনুভব করছিলাম, আমি অপরাজিত থাকব ও ভারতকে সেই কঠিন সময়ের মধ্যে থেকে বের করে নিয়ে যাব। কিন্তু, সেটা হয়ত আমরা ইগো (মন) সেটা বলছিল। কারণ, কীভাবে আপনি এরকম কিছু ভবিষ্যদ্বাণী করতে পারেন? আপনার শুধুমাত্র জোরালো অনুভূতি হতে পারে বা সেটা হয়ত কিছু করার ইচ্ছা।"২০১৯ সালের পুরো বিশ্বকাপে দুরন্ত খেলেছিল ভারত। কিন্তু, অল্পের জন্য হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। এনিয়ে বিরাট বলেন, "আমি হারতে ঘৃণা করি। আমি হেঁটে বেরোতে চাই না। আর বলি, আমি এটা করতে পারতাম। আমি যখন মাঠে নামি, সেটা অত্যন্ত গর্বের। যখন আমি বেরোই মাঠে তখন আমার সব এনার্জি দিতে চাই। আমরা একটা ছাপ রেখে দিতে চাই যে আগামীদিনের খেলোয়াড়রা বলবেন, আমরা এভাবে খেলতে চাই।