বাংলা নিউজ > হাতে গরম > ‘দেবুদা আমাকে…’ দেবজ্যোতি মিশ্রের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে অকপট মধুছন্দা
কাঠফাটা রোদ্দুর মাথায় নিয়ে দেখতে দেখতে মে মাসের অর্ধেক পেরিয়ে গেল। জুনের শেষে সাধারণত বর্ষা আসে। তার আগেই বর্ষার গান নিয়ে আগাম হাজির হলেন সুরকার, গীতিকার দেবজ্যোতি মিশ্র। 'মেঘে মেঘে মন বর্ষা' গান😼টা লিখেছেন ও সুর করেছেন তিনি। গেয়েছেন শিল্পী মধুছন্দা গঙ্গোপাধ্যায়। ইউটিউবে রিলিজ হল সেই মিউজিক ভিডিয়ো।
আরও পড়ুন - ‘রাজুদা’ এবার সিনেমায় আমির খানের সঙ্গে! ভিডিয়ো দেখে সবাই বলছে, পরোট꧃া খেয়ে কী বলল র্যাঞ্চো