Viral Ghibli Trend: নেটদুনিয়া জুড়ে এখন শুধু জিবলি আর্টের ট্🌜রেন্ড। কিন্তু যিনি প্রথম শুরু করেন এই ট্রেন্ড, তাঁর নাম গ্র্যান্ট স্ল্যাটন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ব্যক্তি সিয়াটলে থাকেন তার স্ত্রী ও এক পোষ্যের সঙ্গে। সিএনবিসিটিভি১৮-এর রিপোর্ট🍸 অনুযায়ী, গ্র্যান্ট প্রথম নেট দুনিয়ায় পোস্ট করেন তাঁর জিবলি ইমেজ।
আরও পড়ুন — Studio Ghibl🅘i Art: ১ ঘণ্টায় রেকর্ড গড়ল চ্যাটজিপিটি! জিবলি আ💦র্টে ভর করেইবাঁধভাঙা ইউজার পেলেন স্যাম
সম্প্রতি চ্যাটজিপিটি তার ইমেজ জেনারেশন টুলকে আপগ্রেড করেছে। আর এ💝ই টুল আপগ্রেড করার পরই গ্র্যান্ট তাঁর ও তাঁর স্ত্রী ও পোষ্যের একটি জিবলি ইমেজ তৈরি করেন। পরে সেটি পোস্ট করেন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ। এক্সের তথ্য বলছে, ২৬ মার্চ রাত দুটোর সময় ছবিটি পোস্ট করা হয়। রিপোর্টের দাবি, তার পর থেকেই ব্যাপক ভাইরাল 💛হতে শুরু করেছে জিবলি ট্রেন্ড। সকলেই এআই অ্যাপের মাধ্যমে জিবলি ইমেজ বানিয়ে ট্রেন্ডে গা ভাসাচ্ছেন।
পেশায় ইঞ্জিনিয়ার হলেও গ্র্যান্ট পোষ্যপ্রেমী। অবসর সময়ে তিনি তাঁর পোষ্য ও স্ত্রীর সঙ্গেই সময় ꧋কাটাতে ভালোবাসেন। সম্প্রতি জিবলি ইমেজেও দেখা গিয়েছে তাঁর সেই ভালো লাগার ছবি। কোনও এক ছুটির মুহূর্তই জিবলি ফিল্টারে তু꧒লে ধরেছেন তিনি।