সাউথ পয়েন্ট স্কুলই পারে! এবার এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণির ব♏োর্ড পরীক্ষায় সাউথ পয়েন্ট স্কুলের ৩৫৯ জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৯০ শতাংশের গণ্ডি ছুঁয়ে ফেলল। অর্থাৎ ৪৫০ নম্বর বা তা বেশি পেয়েছে ৩৫৯ জন পড়ুয়া। তাদের মধ্যে আবার ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১২৬ জন। অর্থাৎ তাদের প্রাপ্ত নম্বর ৪৭৫ বা তার বেশি। সবমিলিয়ে এবার সিবিএসই দশম শ্রেণিতে সাউথ পয়েন্টের যে ৮২৯ জন পরীক্ষা দিয়েছিল, তাদের গড় নম্বর হল ৮৫.৯৯ শতাংশ। সেই গড় নম্বরটা যে অত্যন্ত চমকপ্রদ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তারইমধ্যে🎀 সর্বোচ্চ ৪৯৪ নম্বর পেয়েছে সোমদত্তা মণ্ডল। ৪৯০ নম্বর বা তার বেশি পেয়েছে মোট ১০ জন।
CBSE দশম শ্রেণিতে সাউথ পয়েন্ট হাইস্কুলের রেজাল্টের ইতিবৃত্ত
♊১) এবার সাউথ পয়েন্টের মোট ৮২৯ জন পড়ুয়া সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল।
২) ৯৫ শতা🐓ংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১২৬ জন (১৫.২ শতাংশ)।
৩) ৯০ শতাংশ থ🌜েকে ৯৪.৮ শতাংশের মধ্যে ২৩৩ জন নম্বর পেয়েছে। অর্থাৎ𓆏 যা শতাংশের বিচারে ২৮.১১।
৪) ৮০ শতাংশ থেকে ৮💎৯.৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ২৯১ জন পড়ুয়া (৩৫.১ শতাংশ)ꦬ।
৫) ৭৫ শতাংশ থেকে ৭৯.৮ 🅘শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৭৫ জন (৯.০৫ শত♚াংশ)।
৬) ৭০ শতাংশ থেকে ৭৪.৮ শতဣাংশের মধ্যে নম্বর পেয়েছে ৪০ জন। যা শতাংশের বিচারে ৪.৮৩।
৭) ৭০ শতাংশের নীচে প꧒েয়🃏েছে ৬৪ জন পড়ুয়া। যা শতাংশের বিচারে ৭.৭১ শতাংশ।
৮) CBSE দဣশম শ্রেণির বোর্ড পরীক্ষা🎀য় সাউথ পয়েন্ট স্কুলের গড় নম্বর হল ৮৫.৯৯ শতাংশ।
CBSE দশম শ্রেণির রেজাল্ট: সাউথ পয়েন্টের সেরা দশ
১🐷) সোমদত্তা মণ্ডল: প্রাপ্ত নম্বর ৪৯৪ (৯৮.৮ শতাংশ)।
২) সৃজন সুর: প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮🌟.৬ শতা🌃ংশ)।
৩) দেবদীপ সাহু: প্র♏াপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।
৪) সৌহৃদ্য দাস: প্রাপ্ত নম্বর ৪৯♔২ (৯৮.৪ শতাংশ)।
৫) ꦿমহর্ষি সরকার: প্রাপ্ত নম্বর ৪৯২ (🥃৯৮.৪ শতাংশ)।
♒৬) অর্ঘ্য বাগচি: প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২ শতাংশ)൲।
৭) সংলা💝প খাঁ: ❀প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২ শতাংশ)।
৮) আয়েশা চক্রবর্তী: প্রাপಞ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ)।
৯) আদৃত বসু: প্রাপ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ)।
১০) সৌরিক হাজরা: প্রাপ্ত নম্বর ৪৯০ (৯৮ শতাংশ)।