আঁকতে ভালোবাসে। প্রিয় হল রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি। শাস্ত্রীয় সংগীত অত্যন্ত পছন্দের। সেই সব্যসাচী লস্কর এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণির পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেল। সব্যসাচী দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের প্রতাপগড়ের বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। অর্থাৎ প্রতিটি বিষয়েই (বাংলা, ইংরেজি, অঙ্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এবং বিজ্ঞান) পুরো ১০০ নম্বর পেয়েছে। কেন্দ্রীয় বোর্ডের তরফে কোনও মেধাতালিকা প্রকাশ করা না হলেও কলকাতা তো বটেই, পুরো দেশেই সব্যসাচী প্রথম হয়েছে বলে ধারণﷺা সংশ্লিষ্ট মহলের।
কীভাবে CBSE-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল সব্যসাচী?
বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র জানিয়েছে, বরাবরই খুঁটিয়ে বই পড়ে। ফলে সিলেবাস এবং প্রশ্নপত্রের ধরন পালটে গেলেও কোনও অসুবিধা হয়নি। কারণ ধারণাটা একেবারে স্বচ্ছ থেকেছে। সেইসঙ্গে শেষমুহূর্তে গিয়ে তা🦩ড়াহুড়ো করে সিলেবাস শেষ করার পক্ষপাতী নয়। সময় থাকতেই সিলেবাস শেষ করেছে। আর সেটারই ফল পেয়েছে বলে মনে করছে বিডিএম ইন্টারন্যাশনাল🐽 স্কুলের ছাত্র।
কতজন গৃহশিক্ষক ছিলেন?
সব্যসাচী জানিয়েছে, দশম শ্রেণিতে যে যে বিষয়গুলি ছিল, সেগুলির মধ্যে শুধুমাত্র অঙ্কের জন্যই গৃহশিক্ষক ছিল🐻েন। বাংলা, ইংরেজি, বিজ্ঞান এবং আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সে তাঁর কোনও শিক্ষক ছিলেন না। সেই বিষয়গুলি বাড়িতেই পড়ত বলে জানিয়েছে বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র।
ভবিষ্যতে কী নিয়ে পড়তে চায় সব্যসাচী?
বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র জানিয়েছে যে অঙ্🔴ক হল তার প্রিয় বিষয়। ভবিষ্যতে অঙ্ক নিয়েই পড়তে চায়। আর অঙ্ক ছাড়াও তার প্রিয় কাজ হল আঁকা। ছবি আঁকতে খুব ভালোবাসে। তবে শুধু আঁকা নয়, গানও গাইতে খুব ভালোবাসে সব্যসাচী। রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতির পাশাপাশি শাস্ত্রীয় সংগীত ভালোবাসে।
সিবিএসই দশম শ্রেণিতে নরেন্দ্রপুরের বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ফলাফল
১) সর্বোচ্চ নম্বর পেয়েছে সব্যসাচী। পেয়েছে ১০০ শতাংশ নম্বর।🦩
২) ৯৮.৬ শতাংশ নম্🦩বর পেয়েছে তিনজন। তারা হল প্রিয়া মুখোপাধ্যায়, ঋষিতা নাগ এবং প্রত্যুষ দাস।
৩) দু'জন ৯৮.৪ শতাংশ নম্বর পেয়েছে। তারা হল - সৃজন চট্টোপ💃াধ্যায় এবং শৌনক মণ্ডল।