COVID-19 Updates: সরকারের আর্জিতে সাড়া, আপাতত ফি বাড়াচ্ছে না সাউথ পয়েন্ট-সহ দুই স্কুল
1 মিনিটে পড়ুন Updated: 13 Apr 2020, 04:57 PM ISTমানবিকতার খাতিরে সরকারে𝄹র তরফে ফি না ব🦩াড়ানোর আর্জি জানানো হয়েছিল।
মানবিকতার খাতিরে সরকারে𝄹র তরফে ফি না ব🦩াড়ানোর আর্জি জানানো হয়েছিল।
লকডাউনের জেরে স্কুলের ফি না বাড়ানোর আর্জি জানিয়েছিল রাজ্য। তাতে সাড়া দিল কলকাতার দুটি স্কুল। কর্তৃপক্ষের তরফ൲ে জানানো হয়েছে, আপাতত ফি বাড়ানোর বিষয়টি স্থগিত রাখা হচ্ছে।
আরও পড়ুন :লকডাউনে পড়ুয়াদের ক্ষতি রুখতে গ্রীষ꧃্মের ছুটি এগিয়ে আনার পরিকল্পনা কেন্দ্রের
সাউথ পয়েন্টের তরফে জান𝓡ানো হয়েছে, স্কুলের যাবতীয় খরচের জন্য কর্তৃপক্ষ ফি-র উপর নির্ভরশীল। তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতির বিবেচনা করে ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। স্কুলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'বেসরকারি ও অসাহায্যপ্রাপ্ত স্কুল হওয়ায় সমস্ত খরচ ও কর্মীদের বেতনের জন্য সম্পূর্ণভাবে অভিভাবকদের উপর নির্ভরশীল সাউথ পয়েন্ট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সব অভিভাবকদের জানাতে চাই যে, ২০২০-২১ সালের শিক্ষাবর্ষের জন্য স্কুলের তরফে ফি বাড়ানোর যে প্রস্তাব রাখা হয়েছিল, তা এখন স্থগিত রাখা হল।'
আরও পড়ুন : COVID-19 Upဣdates: লকডাউনের ভবিষ্যৎ কী? আগামিকাল জাতির উদ্দেশে ভ🥃াষণে ঘোষণার সম্ভাবনা প্রধানমন্ত্রীর
স্কুলের তরফে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসের ফি-র ক্ষেত্রে অভিভাবকদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে অ্যাড হক টাকা কাটা হবে। তবে যা💞ঁদের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, তাঁদের আগামী ১৫ মে পর্যন্ত সময় দেওয়া হবে। সেজন্য বাড়তি কোনও জরিমানা দিতে হবে না। এছাড়াও প্রতি বছর এপ্রিলে যে অন্যান্য চার্জ ও ফি নেওয়া হয়, তা স্কুল খোলা পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ൩্ছে।
আরও পড়ুন : COVID-19 Updates: করোনার প্রভাব দেশের অর্ধেকের বেশি জ🐭েলায়, মৃত্যু ছাড়াল ৩০০
একইভাবে ফি বাড়ানো হবে না বলে জানিয়েছে 🐼উত্তর কলকাতার দিল্লি পাবলিক স্কুল। একটি বিবৃতিতে বলা হয়েছে, 'আপনারা জানেন, গত শিক্ষাবর্ষে আমরা ফি বাড়াইনি। তাই এই শিক্ষাবর্ষেಌ ফি বাড়ানোর কথা ছিল। বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গে সরকারের আর্জি মেনে নতুন শিক্ষাবর্ষের টিউশন ও সেশন ফি বাড়ানো হবে না।'
আরও পড়ুন :দেশবাসীর নস্ট্যালজিয়া উস্কে নতুন চ্যানেল 🐻DD রেট্রো লঞ্চ করল প্রসার ভারতী
ডন বসকো পার্ক সার্কাসের♓ তরফে ফি নিয়ে অবশ্য মুখ খোলা হয়নি। তবে স্কুলের ওয়েবসাইটে বলা হয়েছে, 'কয়েকদিনের জন্য ফি দেওয়ার গেটওয়ে বন্ধ রাখা হয়েছে। এই মাসের (এপ্রিল) জন্য লেট ফি দিতে হবে না।'
আরও পড়ুন : কৃষিজীবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ₹১৫,৮৪১ কোটি জমা কেন্দ্রের, জানুন জরুরি তথ্য