অনেক সময়েই ইঞ্জিনিয়ারিংয়ে মনের মতো কোর্সে ভর্তি হতে পারেন না পড়ুয়ারা। দ্রুত কাউন্সে♐লিং ও ভর্তি প্রক্রিয়ার কারণে অনেকে অপছন্দের কোর্সেই ভর্তি হতে বাধ্য হন। এবার সেই সমস্যারই সুরাহা হল। এবার থেকে কোর্স চলাকালীনই পছন্দের স্ট্রিমে বদল করে নিতে পারবেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। এমনটাই ঘোষণা করল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)।
কীভাবে?
বিটেক-এ ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে স্ট্রিম নির্বাচনের স্বাধীনতা মিলবে। যে পড়ুয়ারা ইতিমধ্যেই একটি কোর্সে এনরোল করেছেন, তাঁরা নিজেদের পছন্দ মতো অন্য স্ট্রিমে পরে ব𝐆দল করতে প☂ারবেন।
ফলে পুনরায় উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে না। এক বছর সময়ও বেঁচে য༒🀅াবে।
কিন্তু এতে সমস্যা হবে না?
নতুন স্ট্রিমে প্রবেশের পর, দুট𝓡ি স্ট্রিমের মধ্যে যে বিষয়গুলি কমন থাকবে, এবং যেগুলি ইতিমধ্যেই পড়া হয়ে গিয়েছে, সেগুলি নতুন করে পড়তে হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যাল꧒য়ের সহায়তার অনুরোধ করেছে এআইসিটিই।
এ বিষয়ে এআইসিটিই-র একজিকিউটিভ কমিটি গত ১৩ জুলাই বৈঠক করে। সেই বৈঠকের ভিত্তিতেই 𓃲এই সিদ্ধান্ত নেওয়া হয়।