๊বোর্ড পরীক্ষার মেধাতালিকায় আছেন, আবার অভিন্ন মেডিক্যাল প্রবেশিকায় দেশের প্রথম ২০-তে ঠাঁই পেয়েছেন- পশ্চিমবঙ্গে সচরাচর এরকম ঘটনা দেখা যায় না। কিন্তু সেটাই করে দেখালেন সায়ন প্রধান। উচ্চমাধ্যমিকে অষ্টম হয়েছেন কলকাতার রিজেন্ট পার্কের ছেলে। আর অভিন্ন মেডিক্যাল প্রবেশিকায় (NEET UG 2023) দেশে দ্বাদশ স্থান অধিকার করেছেন। সার্বিকভাবে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গে। যে অসামান্য ফলাফলের পর সায়ন জানালেন, পশ্চিমবঙ্গের বাইরের কোনও মেডিক্যাল কলেজ নয়, বরং এসএসকেএমেই (ইনস্টিউটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড রিসার্চ - IPGMER SSKM Hospital) ডাক্তারি নিয়ে পড়তে চান।
মঙ্গলবার অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে দ্বাদশ হয়েছেন কলকাতার ছেলে সায়ন। তাঁর প্রাপ্ত নম্বর ৭১৫। পার্সেন্টাইল স্কোর হল ৯৯.৯৯৯০৬৮। সেই দারুণ ফলাফলের পর স্বভাবতই আপ্লুত মৃদুভাষী সায়ন। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে যোধপুর পার্কের পাথফাইন্ডার পাবলিক স্কুলের ছাত্র বলেন, ‘খুবই ভালো লাগছে, অনেকেই দুটি প𓆉রীক্ষায় এত ভালো র্যাঙ্ক পায় না। আমি সেটা পাওয়ায় খুবই ভালো লাগছে।’
কীভাবে উচ্চমাধ্যমিক ও নিটের প্রস্তুতি একইসঙ্গে চালিয়ে গেলেন?
সায়ন জানান, মূলত নিটের উপর ফোকাস করেছিলেন। নিটের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছিলে🍎ন। উচ্চমাধ্যমিকের কিছুটা আগে থেকে বোর্ড পরীক্ষার বিশেষভাবে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। তখন উচ্চমাধ্যমিকের উপর ফোকাস করেছিলেন সায়ন। সেক্ষেত্রে স্কুলও অত্যন্ত সাহায্য𝓡 করেছিল বলে জানিয়েছেন তিনি।
কার্ডিওলজিস্ট হতে চান সায়ন
সায়ন জানান, আপাতত এসএসকেএম (ইনস্টিউটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড রিসার্চ - IPGMER SSKM Hospital) থেকে এমবিবিএস করতে চ💜ান। তারপর স্নাতকোত্তরে কার্ডিওলজি নিয়ে পড়তে চান। অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ হতে চান সায়ন।
আরও পড়ুন: NEET UG 2023 Toppers: নিট ইউไজি পরীক্ষার ফলাফলে প্রথম দশে কারা? দেখে নিন রে﷽জাল্ট ডাউনলোডের পদ্ধতি
আগামিদিনে যাঁরা উচ্চমাধ্যমিক ও নিট দেবেন, তাঁদের কী টিপস দেবেন?
সায়ন জানান, নিটের জন্য ভালো করে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (National Counc꧟il of Educational Research and Training বা NCERT) বই পড়তে হবে। এনসিইআরটির বই খুঁটিয়ে পড়তে হবে সকলকে। সঙ্গে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন বছরের প্রশ্নপত্র এবং প্র্যাকটিস সেটের সমাধান করতে হবে বলে জানিয়েছেন সায়ন।
আরও পড়ুন: NEET UG Result 2023: প্রকাশিত হল নিট ইউজির ফলাফল! সেরার সেরাদের পা💃র্সেন্টাইল কত? জেনে নিন বিস্তারিত
পড়াশোনার বাইরে কী কী করতেন?
সায়ন জানিয়েছেন, পড়াশোনার বাইরে আঁকতে ভালোবাস�🎃�েন। তাছাড়া ফাঁকা সময় সিনেমা দেখেন। বিশেষত দক্ষিণ সিনেমা দেখতে ভালোবাসেন। ‘পুষ্পা’-ও দেখেছেন বলে জানান তিনি।