রেলের এনটিপিসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারির পর কেটে গিয়েছে এক বছর। পেরিয়ে গিয়েছে সম্ভাব্য পরীক্ষার তারিখও। কিন্তু এখনও হয়নি সেই পরীক্ষা। এমনকী কবে পরীক্ষা হবে, সরকারিভাবে সে বিষয়েও কিছু জানানো হয়নি। তা নিয়ে আবেদনকারীদের মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে।পরীক্ষা আয়োজনে এত দেরির আসল কারণ কী, তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান এক উচ্চপদস্থ রেলকর্তা। তিনি জানান, পরীক্ষা আয়োজন করবে এমন কোনও এজেন্সিই বাছতে পারেনি রেল। তার জেরে পরীক্ষার সূচিও প্রকাশ যাচ্ছে না।কবে সেই কাজ হবে? সে প্রসঙ্গে ওই রেলকর্তা জানান, এখনও পর্যন্ত টেন্ডার ডাকা হয়নি। তাই আগামী মাসেও পরীক্ষার সূচি প্রকাশের সম্ভাবনা কার্যত নেই। তাঁর কথায়, 'অনলাইনে আবেদন পাওয়ার পর আমরা এজেন্সি বাছাই করব। এক কোটির বেশি আবেদন জমা পড়েছে। এতজনের পরীক্ষা আয়োজন করতে পারবে এমন সংস্থার প্রয়োজন।'