একাধিক বাকি থাকা পরীক্ষার সংশোধিত নির্ঘণ্ট ও সম্ভাব্য দিন প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে।SSC-এর বিজ্ঞপ্তি অনুযায়ী সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০ + ২) লেভেল পরীক্ষা (টায়ার -১), ২০১৯ (লেফট-ওভার প্রার্থীদের জন্য), জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এবং কোয়ান্টিটি সার্ভেইং ও কন্ট্রাক্ট) ) পরীক্ষা (প্রথম পত্র), ২০১৯, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা (স্তর-২), ২০১৯, স্টেনোগ্রাফার গ্রেড 'সি' এবং 'ডি' পরীক্ষা, ২০১৯, দিল্লি পুলিশ এবং সিএপিএফ পরীক্ষার সাব ইন্সপেক্টর (পেপার -১), ২০২০ এবং দিল্লি পুলিশ পরীক্ষায় কনস্টেবল (এক্সিকিউটিভ), ২০২০।SSC সংশোধিত পরীক্ষার সময়সূচি CHSL ২০১৯ থেকে শুরু হবে। এটি ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিয়ে শেষ হবে। কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।প্রার্থীদের আরও বিস্তারত তথ্যের জন্য নিয়মিত কমিশনের ওয়েবসাইট www.ssc.nic.in দেখার পরামর্শ দেওয়া হয়েছে।