আজ (২৪ মার্চ) পর্যন্ত পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আবেদন করা যাবে বলে প্রাথমিকভাব🍒ে জানানো হয়েছিল। তবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৫ এপ্রিল পর্যন𝄹্ত আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে গিয়ে আবেদন করতে পারবেন। যে নিয়োগ প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষা আগামী মে'তে হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা
১) যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ꩲস্নাতক হতে হ💙বে।
২) বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। যে প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে 🐟সেই নিয়ম প্রয়োজ্য হবে না।
বয়সসীমা
১) গ্রুপ 'এ' এবং গ্রুপ 'সি': প্রার্থীদের ন্যূ👍নতম বয়স ২১ হতে হবে। ৩৬ বছরের ঊর্ধ্বে প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে প্রার্থীরা ১৯৮৬ সালের ১ জানুয়ারি থেকে ২০০১ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারেন।
২) গ্রুপ 'বি' (পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস): প্রার্থীদের ন্যূনতম বয়স ২০ হতে হবে। ৩৬ বছর পর্যন্ত আবেদন করা যাবে। যে প্রার্থীরা ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০০২ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা শুধু গ্রুপ 'বি' পদে আবেদন করতে প💯ারবেন।
চাকরি সংক্রান্ত টাটকা খবর পড়ুন এখানে
৩) গ্রুপ 'ডি': আবেদনকারীদের বয়স ২০-র নীচে হবে না। সর্বোচ্চ ৩৯ বছর পর্যন্ত ဣআবেদন করা যাবে। যে প্রার্থীরা ১৯৮৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০১ সালের ১ জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারেন।
৪) সংরক্ষিত প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ছাড় পাবেন। বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর ছাড় পাবেন তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা। অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি, নন ক্রিমি লেয়ার) প্রার্থীদের তিন বছর ছাড় দেওয়া হবে। বিশেষভাౠবে সক্ষম প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত পরীক্ষায় বসতে পারবেন।
কীভাবে আবেদন করবেন?
অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের ‘ONE TIME REGISTRATION’-এর আওতায় নথিভুক্ত করতে হবে। যাঁরা ইতিমধ্যে সেই প্রক্রিয়ার মাধ্যমে নাম নথিভুক্ত বা এনরোলমেন্ট করে ফেলেছেন, তাঁদে꧋র আর নতুন করে ’ONE TIME REGISTRATION’ করতে হবে না। তাঁরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে গিয়ে আবেদনের সুযোগ পাবেন।