ভারতীয় ক্রিকেট দল পার্থের মাটিতে দুর্মুষ করে ছেড়েছে অস্ট্রেলিয়াকে। বিশ্ব ওডিআই চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া। বর্তমানে বিশ্ব টেস্ট চ꧅্যাম্পিয়নশিপও রয়েছে অজিদের দখলেই। যে দেশে গেলে বাকি সব দেশ নাকানি চোবানি খায়, সেখানেই গেলেই কীভাবে যেন ভোলবদলে যায় ভারতীয় দলের, অন্তত সাম্প্রতিক পারফরমেন্স তো সেকথাই বলছে।
তারকাহীন ভারতীয় দল-
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যে এভাবে হারবে, সেটা অনেকেই 🎐ভাবতে পারেনি সিরিজ শুরুর আগে। রোহিত শর্মা ছিলেন না। শুভমন গিল আঙুলের চিড়ের জন্য বাইরে ছিলেন। মহম্মদ শামিও নেই, এই অবস্থায় কিছুটা ভাঙাচোড়া দল নিয়েই অজিদের বিরুদ্ধে নেমে ২৯৫ রানে জয়। বুমরাহর ধাক্কা দিশেহারা প্যাট কামিন্সের দল। কামিন্স বলছেন তাঁদের প্রস্তুতিতে কোনও খামতি ছিল না।
আরও পড়ুন-কখনও ফিল💖্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার💎্থে বিন্দাস মেজাজে বিরাট
প্রস্তুতির কোনও অভাব নেই-
প্যাট কামিন্স বলছেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলাম। অনেকদিন লাল বলেꦦর ক্রিকেট খেলিনি, কয়েকটা ওডিআই খেলেছি। শেষ চার পাঁচ দিনে এখানে পার্থে কিছু ভাল𝔉ো কাজ আমরা করেছি, প্রস্তুতিও সেড়েছি। আমার মনে হয় না যে প্রস্তুতি কোনও সমস্যা ছিল, বোলাররা শুরুতে চাপেই রেখেছিল দলকে ’।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নি🥃🍌য়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
এটা বেশ বড় একটা হার-
কামিন্স আরও বলছেন, ‘কিছু কাজ এখন দলের করতে হবে, এটা বেশ বড় একটা হার। তবে আমার মনে হয়, কিছুক🌃্ষেত্রে ঘরের মাঠে হারাটা সহজ। অ্যাওয়ে ম্যাচ কঠিন হয়ে যায়। তবে আমার মনে হয় এটা মানতে কোনও বাধা নেই যে ওরাও সেরা দল ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেল🎃েন লিয়ন! দেখে যা কর▨লেন কোহলি…
দলে পরিবর্তন চান না কামিন্স
কামিন্সকে এরপরই প্রশ্ন করা হয়, ঘরের মাঠে ২৯৫ রানের বিপুল পরাজয়ের পরে কি তাঁদের দলে পরিবর্তন আসন্ন? কামিন্স সেই সম্ভাবনা উড়িয়ে বলছেন, ‘আমরা প্রত্যেক টেস্টের পরই রিভিউ করি। চার দিন আগেই আমরা সেরা দল ছিলাম, এর মধ্যে তো সব খারাপ হয়ে যেতে পারে না। আমি ওদের সঙ্গে যথেষ্ট মানিয়ে 💝নিয়েছি। আমি নির্বাচক নই, তবে আমি চাইনা এই দলে তেমন কোনও পরিবর্তন হোক’।