কয়েকমাস আগের কথা, ভারতে খেলতে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল, আইপিএলের ঠিক আগেই সেই সিরিজে ছিলেন না বিরাট কোহলি। চোট কাটিয়ে তখনও ওঠেননি ঋষভ পন্ত। একগꦿুচ্ছা তরুণ তুর্কিদের নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে নেমেছিলেন রোহিত শর্মা, আর জিতিয়েছিলেন দলকে। প্রথম টেস্টে পিছিয়ে পড়লেও, পরের চারটি টেস্টে জিতে সিরিজ ৪-১ ফলে পকেটে পুড়েছিল টিম ইন্ডিয়া।
সেই সিরিজের স্মৃতি এখনও টাটকা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই সিরিজ ভুলতে পারেননি ইংল্যান্ড ক্রিকেটাররাও। কারণ ব্রেন্ডন ম্যাককালামের দল সেরা শক্তি নিয়ে মাঠে নামলেও তাঁদের বোলারদের ল্যাজেগোবরে অবস্থা করে দিয়েছিলেন ভারতীয় দলের 🔯তরুণ প্রতিভাবান ওপেনার যশস্বী জয়সওয়াল। টেস্ট ফরম্যাটও কার্যত ওডিআইয়ের স্টাইলে খেলে🅷ছিলেন, এরপর তাঁকে নিয়ে করা ইংল্যান্ডের এক ক্রিকেটারের বক্তব্যে বিতর্ক ছড়িয়েছিল।
আ🐻রও পড়ু𓆏ন-১৯ জানুয়ারি অনূর্ধ্ব ১৯ মহিলা T20 বিশ্বকাপে অভিযান শুরু ভারতের!প্রতিপক্ষ উইন্ডিজ
ইংল্যান্ডের বিপক্ষে চলতি বছরের শুরুতে পাঁচ টেস্টের সিরিজে ৭১২ রান করেছিলেন যশস্বী। সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এক টꦺেস্ট সিরিজে ৭০০-র বেশি রানের নজির গড়েন। কঠিন পিচেও ভয় না পেয়ে, ধৈর্য এবং টেকনিকের পরীক্ষা দিয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন। কিন্তু হঠাৎই রাজকোট টেস্টের পর ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেট দাবি করেছিলেন যশস্বীর সাফল্যের নেপথ্য কারণ নাকি ইংল্যান্ডের ব্যাটাররা। তিনি বলতে চেয়েছিলেন, ইংল্যান্ড ব্যাটারদের দেখেই নাকি যশস্বী আগ্রাসী ব্যাটিং শিখেছেন,🅘 যদিও পরে প্রবল সমালোচিত হন ডাকেট। যদিও এতদিন পরেও ডাকেট কিন্তু নিজের মন্তব্য অনড়।
ইংল্যান্ড দলের ওই মারকুটে ওপেনিং ব্যাটার বলছেন, ‘যশস্বীকে কোনওরকম সমালোচনা করতে চাইনি আমি,বরং প্রশংসাই করেছিলাম। আমার এখনও মনে আছে আমি বলেছিলেন যশস্বী একজন বিশ♓্বমানের ক্রিকেটার, কিন্তু সেটা নিয়ে কেউ কোনও কথা বলে না।। আমি কিন্তু পঞ্চম টেস্ট নিয়ে কিছু বলিনি, কারণ গোটা সি🌌রিজ ধরেই অসামান্য ক্রিকেট খেলে আসছিল যশস্বী ’।
আরও পড়ুন-যশস্বীকে এত ভয়! বর্ডার-গাভাসকর সিরিজের 💙আগে ইংরেজ হার্টলির থেকে টিপস নিলেন লিয়ঁ…
ইংল্যান্ডের জার্সিতে ২৩টি টেস্টে খেলা ডাকেট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালামের বেশ পছন্দের ক্রিকেটার। কারণ তিনিও বাজের মতোই আগ্রাসী ক্রিকেট খেলত🌌ে ভালোবাসেন। নিজের সাফল্যের পিছনে কোচকেই তিনি কৃতিত্ব দিচ্ছেন। বেন ডাকেটের কথায়, ‘আমায় ব্রেন্ডন ম্যাকালাম একটা কথা বলেছ🅘িল, কেন তুমি বাকি ওপেনারদের মতো খেলবে? তুমি কেন তোমার দক্ষতা অনুযায়ী সেরা খেলাটা নিজের স্টাইলে দেবে না? এরপর থেকে আমি সেইভাবে খেলি। যদিও এর নেতিবাচক দিকও আছে। তবে আমি যদি ধির গতিতে খেলে বল ছাড়তেও থাকি, তাহলে কোনও না কোনও বলে ঠিক ব্যাট লেগে আউট হতে পারি, আর আমি আগ্রাসী ক্রিকেট খেলে অনেক রান পেয়েছি, তাই এটাই চালিয়ে যাব ’।