ভারতীয় ক্রিকেট দলে বর্তমানে খেলেন না ভুবনেশ্বর কুমার এবং দীপক চাহার। দুই ক্রিকেটারই দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন। সুযোগ পান না জাতীয় দলে খেলার। তবেই সেই🐟 কারণে আইপিএলে বড় টাকা দাম পেতে খুব বেশি অসুবিধা হল না দীপক চাহার, জসপ্রীত বুমরাহদের। দুই ক্রিকেটারই আইপিএল﷽ে বড় অঙ্কের চুক্তি পেলেন।
বড় দাম পেলেন ভুবি-চাহার
সোমবার আইপিএলের নিলামের দিনে ভুবনেশ্বর কুমারকে এবং দীপক চাহারকে অনেক দামে নিল আইপিএল ফ্র্যಌাঞ্চাইজিগুলো। আইপিএলের ইতিহাসে ১৭৬ ম্যাচে ১৮১ উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার ফাস্ট বোলারদের মধ্যে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। তবে যে দলে তিনি প্রায় ১০ বছর ছিলেন, সেই সানরাইজার্স তাঁকে পেতে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ দেখায়নি।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন𒁏্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
১০.৭৫ কোটি টাকায় আরিসিবিতে ভুবি-
১০.৭৫ কোটি টাকায় ভু𒁃বনেশ্বর কুমারকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্রথমে ভুবনেশ্বর কুমারের নাম ওঠার সঙ্গে সঙ্গেই প্যাডেল তুলে তাঁকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করে মুম্বই শিবির। এরপরই লড়াইয়ে নামে লখনউ সুপার জায়ান্ট। ৮ কোটির গণ্ডি পেরিয়ে যেতেই ভুবিকে পেতে হঠাৎই আসরে নামে আরসিবি, শেষ পর্যন্ত তাঁরা তাঁকে নেয়। সোমবার যে কজন ক্রিকেটারদের নিলাম হয়, তার মধ্যে ভুবিই স♕ব থেকে বেশি দাম পেলেন।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট🎶্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার 🥂জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
দীপক চাহারকে পেল মুম্বই-
ভুবনেশ্বর কুমারকে পেতে অনেকদূর গেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে ভারতীয় দলের আরেক প্রাক্তন পেসারকে দলে নিয়েꦅ দল শক্তিশালী করে নিল তাঁরাও। এবার দীপক চাহারকে নিয়ে লড়াই চলে তাঁদের সঙ্গে পঞ্জাবের। শেষ পর্যন্ত পঞ্জাবকে টপকে ৯.২৫ কোটি টাকায় দীপক চাহারকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স শিবির।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আ𝓰ঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করল💜েন কোহলি…
দিল্লিতেই রইলেন মুকেশ কুমার-
এদিকে ভারতীয় পেসার মুকেশ কুমারকে 💟রাইট টু ম্যাচ কার্ডের সুবাদে দলে ফিরিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস দল। পঞ্জাব এবং সিএসকে তাঁকে নিয়ে নিলামের টেবিলে লড়াই করলেও শেষ পর্যন্ত দিল্লি সিদ্ধান্ত নেয় দলের এই ক্রিকেটারকে ফিরিয়ে নেওয়ার।