একদিনের ক্রিকেটেও এবার 'ব্যাজবল'-র শরণাপন্ন হল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের টেস্ট দলের পাশাপাশি একদিনের দলের কোচ হিসেবে ব্র্যান্ডন ম্যাককালামের নাম ঘোষণা করা হল। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে ইংল্যান্ড সিনিয়র দলকে ঢেলে সাজ🃏ানো হবে। আর সেজন্যই ম্যাককালামকে হেডকোচের দায়িত্ব দেওয়া হল। তবে এখনই তিনি একদিনের ক্রিকেটে দায়িত্বভার গ্রহণ করছেন না। ২০২৫ সালের🍌 জানুয়ারি থেকে সাদা বলের টিমের দায়িত্ব নেবেন বলে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে।
ভারত অপেক্ষা করে আছে ম্যাককালামের জন্য
এমনিতে ২০২২ সালের মে থেকে ইংল্যান্ডের টেস্ট দলের হেডকোচের পদে আছেন ম্যাককালাম। তাঁর আমলে টেস্টে ইংল্যান্ডের একেবারে ভোল পালটে গিয়েছে। ‘ব্যাজবল’ আদর্শে খেলতে শুরু করেছে ইংল্যান্ড। সেই পরিস্থিতিতে তাঁর চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে। আর একদিনের ক্রিকেটে দায়িত্𓆏বভার গ্রহণের পরে তাঁর প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে ভারত।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিন ম্যাচের সিরিজ খেলতে ভারতে আসবে ইংল্যান্ড। আর তারপরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। যা সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হেডকোচ হিসেবে ম্যাককালামের প্রথম আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে। দু'বছর পরেই একদিনের ক🥀্রিকেট বিশ্বকাপ আছে।
২০২৩-র ব্যর্থতার পরে ২০২৭-তে নজর ইংল্যান্ডের
ম্যাককালামকে সাদা বলের হেডকোচ হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের দিকে তাকিয়েই নিউজিল্যান্ডের প্রাক্তন তারকাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে এনেছে ই🀅ংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: ভারতের ইংল্যান্ড সিরিজে⛦র ঠিক আগেই লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, থাকবে রিজ𒁏ার্ভ ডে?
২০২৩ সালের বিশ্বকাপে পুর𝕴োপুরি ভরাডুবির মুখে পড়েছিল ইংল্যান্ড। ভারতের মাটিতে চরম লজ্জার মুখে পড়েছিল। সেখান থেকে ২০২৭ সালের বিশ্বকা⛎পে ঘুরে দাঁড়াতে চাইছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডের এরকম আমূল পরিবর্তনের অভিজ্ঞতাও আছে। ২০১৫ সালে ভরাডুবির পরে নিজেদের খেলার ধরন পালটে ফেলে ২০১৯ সালের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।
ম্যাককালামের আগে কে ইংল্যান্ডের কোচ থাকবেন?
আপাতত সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্ব সামলাবেন মার্কাস ট্রেসকোথিক। তাঁর অধীনেই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে যে আগামী সপ্তাহের শꦓ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে নিউজিল্যান্ডে ফিরে যাবেন ম্যাককালাম। তারপর অক্টোবরে পাকি💃স্তান সফরের জন্য টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন। ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে।
আরও পড়ুন: ‘জেদি’ অধিনায়ক বাবর আজমের সঙ্গে কাজ করা যন্ত্রণাদায়ক, বলল🌳েন পাকিඣস্তানের প্রাক্তন প্রধান নির্বাচক