নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে প্রথম ম্যাচটি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্তের জন্য তেমন স্মরণীয় ছিল না। পন্ত তাঁর প্রাক্তন আইপিএল দল, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এদিন ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হন তিনি। শূন্যতে (৬ বল) সাজঘরে ফেরেন। এছাড়াও, তিনি তাঁর অধিনায়কত্বের সময় কিছু বড় ভুলও করেছেন। পাশাপাশি হাই ভোল্টেজ ম্যাচের শেষ ওভার♏ে মোহিত শর্মাকে স্টাম্প আউট করতে মিস করেন পন্ত। যার নিটফল, দিল্লি ক্যাপিটালসের কাছে ১ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয় লখনউ সুপার জায়ান্টসকে।
আরও পড়ুন: ভাগ্য সহꦺায় ছিল না… মোহিতকে স্টাম্প আউট করার সুবর্ণ সুযোগ মিꦛস করে দলকে ডোবানোর পর, অজুহাত পন্তের
সোমꦐবার বিশাখাপত্তনমে ম্যাচটি শেষ মুহূর্তে দারুণ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। দুই দলের উপরেই মারাত্মক চাপ তৈরি হয়েছিল। উভয় দলেরই ডাগআউটের পরিবেশও উত্তেজনায় মোড়া ছিল। তবে এসবের মাঝেই কুলদীপ যাদবকে সজোরে ধাক্কা দিয়ে দেখা যায় ঋষভ পন্তকে। হঠাৎ𒆙 কেন কুলদীপকে ধাক্কা দিতে গেলেন ঋষভ?
কুলদীপ যাদবকে ক্রিজের বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেন পন্ত
রবি বিষ্ণোই লখনউয়ের হয়ে ১৮তম ওভারে বল করতে এসেছিলেন। প্রথম বলে তিনি মিচেল স্টার্ককে আউট করেন। ক্রিজে আসেন কুলদীপ যাদব। কিন্তু তিনি দ্বিতীয় বলটি খেলতে পারেননি। সেটা সরাসরি উইকেটরক্ষক এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্তের কাছে চলে যায়। সেই সময়ে কু♔লদীপ শরীরের ভারসাম্য না রাখতে পেরে পড়ে যাচ্ছিলেন। যদিও ক্রিজের ভিতরেই ছিলেন তিনি। তবে এই সুযোগে পন্ত ধাক্কা দিয়ে কুলদীপকে ক্রিজের বাইরে ঠেলে দেন। এবং স্টাম্প ভেঙে দেন। সেই সময়ে কুলদীপ একেবারেই মাটিতে পড়ে যান।
আরও পড়ুন: ভিডিয়ো- ল্🦹যাটা মাছ ধরছেন নাকি! পুরানের লোপ্পা ক্যাচ গলালেন রিজভি, খেসারত দিতে হꦡল দিল্লিকে
এটা দেখে ধারাভাষ্যকররাও হেসে ফেলেন। আম্পায়ারও বিষয়টি নিয়ে মাথা ঘামাননি, কারণ এটা ছিল দুই খেলোয়াড়ের মধ্যে নিছকই মজা। এই মজার ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাꦚল হয়ে গিয়েছে।