দীপ্তি শর্মার অতি🌳মানবিক লড়াই সত্ত্বেও উইমেন্স প্রিমিয়র লিগের ℱম্যাচে গুজরাট জায়ান্টসের কাছে হেরে বসল ইউপি ওয়ারিয়র্জ। লিগ টেবিলের শেষে থাকা জায়ান্টসের কাছে হেরে প্লে-অফের লড়াইয়ে আরসিবিকে বিস্তর সুবিধা করে দিল ইউপি। অন্যদিকে সোমবারের উত্তেজক জয়ের সুবাদে খাতায়-কলমে প্লে-অফের দৌড়ে ভেসে রইল গুজরাট জায়ান্টস।
সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লিগের ১৮তম ম্যাচে সম্মুখসমরে না𓂃মে ইউপি ওয়ারিয়র্জ ও গুজরা♛ট জায়ান্টস। টস জিতে গুজরাট শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন বেথ মুনির দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ভর করে তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে।
মুনি ৫২ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন। ৩🗹০ বলে ৪৩ রান করেন লরা উলভার্ট। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া অ্যাশলেই গার্ডনার ১৫ ও ক্যাথরিন ব্রাইস ১১ রানের যোগদান রাখেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ইউপির হয়ে ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন সোফি একলেস্টোন। ৪ ওไভারে ২২ রান খরচ করে ২টি উইকেট নেন দীপ্তি শর্মা। ৪ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন রাজ♋েশ্বরী গায়কোয়াড়।
পালটা ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্জ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে। ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে গুজরাট জায়ান্টস। ওয়ারিয়র্জ একসময় ৩৫ রানে ৫টি উইকেট হারায়। সেখ🅺ানে থেক💎ে পুণম খেমনারকে সঙ্গে নিয়ে পালটা লড়াই চালান দীপ্তি শর্মা। যদিও তীরে এসে তরী ডোবে ইউপির।
দীপ্তি ৭ট♈ি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৬০ বলে ৮৮ র♉ানের লড়াকু ইনিংস খেলে নট-আউট থেকে যান। চাপের মুখে খেলা এমন অসাধারণ ইনিংসে দীপ্তি ৯টি চার ও ৪টি ছক্কা মারেন। পুণম করেন ৩৬ বলে ৩৬ রান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
গুজরাট জায়ান্টসের হয়ে ৪ ওভারে ১১ রান খরচ করে ৩টি উইকেট নেন শবনম। ম্যাচের সেরার পুরস্কার জেতেন তিনিই। এছাড়া ক্যাথরিন ব্রাইস ও অ্যাশলেই গার্ডনার ১টি করে উইকেট দখল করেন। সুতরাং, গুজরাﷺট জায়ান্টসের কাছে হার দিয়ে লিগের অভিযান শেষ করে ইউপি।
খাতায়-কলমে ইউপি ও গুজরাট, উভয় দলই প্লে-অফের দৌড়ে ভেসে থাকে। তবে আরসিবি যদি⛄ তাদের শেষ ম্যাচ জিতে যায়, তাহলে একসঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে এই দুই দলকে। দিল্লি ও মুম্বইয়ের সঙ্গে সেক্ষেত্রে তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠবে রয়্যাল চ্যালেঞ্জার্𓆉স ব্যাঙ্গালোর।