প𒅌াওয়ার প্লে-তে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ধস নামান ট্রেন্ট বোল্ট। মাঝের ওভারে ক্রমাগত উইকেট নিয়ে হার্দিক পান্ডিয়াদের মাথা তুলে দাঁড়াতে দেননি যুজবেন্দ্র চাহাল🅠। ব্যাট হাতে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন রিয়ান পরাগ। মুম্বই ম্যাচে রাজস্থান রয়্যালসের একাধিক ক্রিকেটার চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দেন। তা সত্ত্বেও রয়্যালস দলনায়ক সঞ্জু স্যামসন গেম চেঞ্জার বললেন অন্য কিছুকে।
আসলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জেতাটাই যে ম্যাচের নিয়ন্ত্রক🎃 হয়ে দাঁড়ায়, সেটা জানাতে ভোলেননি স্যামসন। পিচের ꦿসম্ভাব্য গতিপ্রকৃতি অনুমান করতে ভুল করেননি রাজস্থান দলনায়ক। শেষমেশ তাঁর মুম্বইকে শুরুতে ব্যাট করতে ডাকার পরিকল্পনা যথাযথ প্রমাণিত হয়। যদিও ম্যাচের শেষে সঞ্জু এটাও স্বীকার করে নেন যে, তিনি কখনই ভাবেননি পাওয়ার প্লে-তে মুম্বইয়ের টপ অর্ডার ওভাবে ধসে পড়বে।
স্যামসন স্পষ্ট জানান যে, টসই শেষমেশ গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। তাঁর কথায়, ‘আমি মনে করি টসই শেষমেশ গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। টস জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শুরুতে পিচ বড্ড বেশি চটচটে ছিল। ট্রেন্ট বোল্ট ও💫 নান্দ্রে বার্গারের অভিজ্ঞতা এবং গতি এক্ষেত্রে আমাদের কাজে লেগেছে।’
স্যামসন পরক্ষণে বলেন, ‘বোল্ট এত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আশা করেছিলাম ও ভালো বল করবে। যদিও আশা করিনি শুরুতেই ৪-৫টা উইকেট পেয়ে যাব। তবে জানতাম যে, আমাদের বোলাররা ভালো পারফর্ম্যান্স করে দেখাবে। আমাদের দলে বেশ কিছু ব🐬ড় নাম রয়েছে। তবে দলের সবাই নিজেদের ভূমিকা যথাযথ পালন করেছে। যে কারণেই আমরা সহজেই ম্যাচ জিত🧜ে যাই। এমনকি অশ্বিনের মতো বোলারও বোঝে যে, আমাদের বোলিং পাওয়ার প্লে দারুণ কেটেছে। তাই উইকেট নেওয়ার চেষ্টা না করে যথাসম্ভব টাইট বল করেছে। এটা একটা দলগত প্রচেষ্টা।’
আরও পড়ুন:- আরও পড়ুন:- প্রথম দল হিসেবে ২৫০ IPL ম্যাচের মাইলস্টোনে MI, প♋্রথম ৫-এ নেই CSK