প্রায় মিচেল স্টার্কের দামে বেঙ্কটেশ আইয়ারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গতবার অস্ট্রেলিয়ার তারকা পেসারের জন্য ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছিল। আর এবার বেঙ্কটেশকে নিতে নাইটদের পকেট থꦑেকে বেরিয়ে গেল ২৩.৭৫ কোটি টাকা। এমনকী রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলকে রিটেন করতে মোট যে পরিমাণ টাকা খরচ হয়েছে, সেটার প্রায় সমান টাকা বেঙ্কটেশের জন্য খরচ করল কেকেআর। রিঙ্কুকে ১৩ কোটি টাকা এবং রাসেলকে ১২ কোটি টাকায় রিটেন করা হয়েছে। আর সেই পরিসংখ্যানে চমকে গিয়েছꦺেন কেকেআর ফ্যানদের একাংশ। কেউ-কেউ কেকেআরের সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছেন। কেউ-কেউ আবার বলেছেন যে কিন্তু বেঙ্কটেশ 'ঘরের ছেলে'। আগের মরশুমে কেকেআর যে চ্যাম্পিয়ন হয়েছিল, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে দামটা যে একটু বেশি হয়ে গিয়েছে, সেটা তাঁরাও স্বীকার করে নিয়েছেন।
বেঙ্কটেশের এত দামের জন্য প্রাক্তন KKR অধিনায়ক ‘দায়ি’?
আর সেটার জন্য কেকেআর প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক অনেকাংশে ‘দায়ি’ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ বেঙ্কটেশের জন্য কেকেআরকে যে এতটা টাকা খরচ করতে হয়েছে, সেটার নেপথ্যে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আর আরসিবির নিলাম টেবিল♕ে বসেছেন কার্তিক। আর তিনি বেঙ্কটেশকে ভালো মতো জানেন। সেই কার্তিকের দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ‘ঘরের ছেলে’-কে ছিনিয়ে নিয়েছে নাইট ব্রিগেড।
অনেকটা বেশি দাম পেলেন বেঙ্কি, দাবি মর্গ্যানের
তবে বেঙ্কি এত দাম পাওয়ায় হতবাক হয়ে গিয়েছেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান। যে মর্গ্যানের আমলেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন বেঙ্কটেশ। সেই মর্গ্যান আইপিএলের সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমায় বলেছেন, ‘ওকে নাইট বাহিনীর পছন্দের অনেক কারণ আছে👍। ও নাইট সেট-আপে অনেকদিন আছে। অনেক বেশি টাক পেয়েছে ও খুব ভালো খেলোয়াড়। ছন্দে থাকলে অত্যন্ত বিধ্বংসী খেলোয়াড়। প্রথম পাঁচে ব্যাট করতে পারে। টপ-অর্ডারে বিধ্বংসী ইনিংস খেলতে পারে।’
এরকম সিদ্ধান্তই IPL জেতায়, বললেন উথাপ্পা
অন্যদিকে কেকেআরের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা সরাসরি জানিয়েছেন যে সম্ভবত বেঙ্কটেশকে বেশি টাকা দেওয়া হয়েছে। কিন্তু তাও কেকেআর যেটা করেছে, সেটা ঠিক করেছে বলে দাবি করেছেন উথাপ্পা। কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা বলেছেন, ‘বেশি দাম হয়ে গেল? হতে পারে। কিন্তু এই ধরনের বিশ্বস্ততাই চ্যাম্পিয়নশিপ জিতিয়ে থাকে। এরকমভাবে কাউকে নেওয়া হলে দলের মধ্যে এꦑকটা বার্তা যায়। ভালো কাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚজ করেছো কলকাতা নাইট রাইডার্স।’
২০২৪ সালের আইপিএলে বেঙ্কটেশের পারফরম্যান্স
গতবারের আইপিএলে ১৫টি ম্যাচে (১৩টি ইনিংস) ৩৭০ রান করেছিলেন বেঙ্কটেশ। সর্বোচ্চ করে🐻ছিলেন ৭৯ রান। গড়🦹 ছিল ৪৬.২৫। স্ট্রাইক রেট ছিল ১৫৮.৭৯। সেটার মধ্যে প্রথম কোয়ালিফায়ারে ২৮ বলে অপরাজিত ৫১ রান আছে। আর ফাইনালে ২৬ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসও রয়েছে।