অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের𒐪 মৃত্যুকে ঘিরে বরাবরই রহস্য ছিল। আর তাঁর মৃত্যুর তিন বছর পর আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মেইল অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ অফিসার দাবি করেছেন যে একটি ভারতীয় ওষুধ নেওয়ার জেরে মৃত্যু হয়েছে ওয়ার্নের। যে ভিলায় শেন ওয়ার্নকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেখানে একটি বোতলের সন্ধান মিলেছিল। যে বোতলেই নাকি সেই ওষুধ ছিল। এবং সেই বোতলটি তদন্তকারী পুলিশ অফিসারেরাই সরিয়ে দিয়েছিলেন। তাঁদের কাছে বোতলটি সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ এসেছিল। প্রসঙ্গত, ওয়ার্ন থাইল্যান্ডের একটি দ্বীপ কোহ সামুইয়ে ছুটি কাটাতে গিয়ে ২২ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
ꦐ তিন বছর আগে, থাইল্যান্ডেই ওয়ার্নের যে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে দাবি করা হয়েছিল অন্য কোনও কারণ বা রহস্য নয়, ন্যাচারাল ডেথ বা স্বাভাবিক মৃত্যু হয়েছে ওয়ার্নের। রবিবার মেইল অনলাইনের একটি প্রতিবেদন অনুসারে, ওয়ার্নের দেহের কাছে কামাগ্রা বোতল পাওয়া গিয়েছিল। এবং যেটি ওয়ার্নের মর্মান্তিক মৃত্যুর কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ নির্দেশ পেয়ে, এটি সরিয়ে দেয়। এবং তাদের রিপোর্টেও এর কোনও উল্লেখ করা হয়নি।
🐽 নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্মী সেই ওয়েবসাইটকে বলেছেন, ‘আমাদের সিনিয়ররা বলেছিলেন, বোতলটি সরিয়ে দিতে। এই নির্দেশগুলি উচ্চ মহল থেকে দেওয়া হয়েছিল, এবং আমি মনে করি অস্ট্রেলিয়ার সিনিয়র কর্মকর্তারাও জড়িত ছিলেন এর সঙ্গে। কারণ তাঁরা চাননি যে, তাঁদের দেশের এমন এক ব্যক্তিত্বের সমাপ্তিটা কলঙ্কজনক হোক।’
🉐 সেই সূত্র আরও বলেছেন, ‘সুতরাং, অফিসিয়াল রিপোর্টে দেখানো হয়েছে যে, তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। এবং এর কারণ কী হতে পারে, সেই সম্পর্কে অন্য কোনও বিশদ বিবরণও নেই। কামাগ্রার বিষয়টি নিশ্চিত করতে কেউ আসবে না, কারণ এটি একটি স্পর্শকাতর বিষয়। এর পিছনে অনেক শক্তিশালী অদৃশ্য হাত ছিল।’
আরও পড়ুন: 🐷পেশাদারিত্বের অভাব, ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে… ম্যাচ হারের পর রোহিতকেও ঠুকলেন হার্দিক
𒁏 সূত্রটি যোগ করেছেন, ‘এটি একটি বোতল ছিল, তবে আমরা জানি না যে, তিনি সেই ওষুধ কতটা নিয়েছিলেন। ঘটনাস্থলে বমি ও রক্তও ছিল, কিন্তু আমাদের যেমন বলা হয়েছিল, আমরা সেভাবে কামাগ্রার বোতল সরিয়ে দিয়েছিলাম।’
♏ প্রসঙ্গত, কামাগ্রা একটি ভারতীয় ওষুধ যা ডিসফাংশন বা যৌন ক্ষমতা বৃদ্ধির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং ভায়াগ্রাতেও এই একই উপাদান পাওয়া যায়। যদিও এটি থাইল্যান্ডে এটি অবৈধ, তবে সেখানকার কাউন্টারে ওষুধটি ব্যাপক ভাবে পাওয়া যায়। তবে যাঁরা হার্টের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এর বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।