🌼 শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে ঐতিহাসিক শতরান করলেন ইংল্যান্ডের গাস আটকিনসন। যখন ইংল্যান্ড দলে তিনি প্রথম এসেছিলেন তখন মূলত তাঁকে সকলে চিন্ত বোলার হিসেবেই, কিন্তু লর্ডসে তাঁর দুর্ধর্ষ ইনিংসের পর এখন ইংল্যান্ড দলেই তিনি রাজার সম্মান পাচ্ছেন। বিশ্বক্রিকেটও পেল নতুন এক তারকা অলরাউন্ডারকে, যে আগামী দিনে বিশ্বশাসন করতেই পারে। জো রুটের সঙ্গে জুটি বেধে ইংল্যান্ডকে বড় স্কোরে নিয়ে যান আটকিনসন। রুট আউট হয়ে গেলেও তিনি নিজের মারকাটারি খেলা চালিয়ে যান। ওডিআই ক্রিকেটের ঢংয়েই করেন ১১৫ বলে ১১৮ রান। সেই সুবাদেই প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর পেরিয়ে যায় ৪০০ রানের গণ্ডি। দলের ৪২০ রানের মাথায় আউট হন তিনি, ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৪২৭ রান।
ไআরও পড়ুন-বয়স ৩৩,পিছিয়ে ৩৬৪৭ রানে! আর কয়েক বছর খেললেই কি সচিনের টেস্ট রেকর্ড ভেঙে ফেলবেন জো রুট?
ꦫ মাত্র কয়েক মাস আগে পর্যন্ত গাস আটকিনসনের নাম সেভাবে কেউ জানত না। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম নজরে আসেন ১০ই জুলাই লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচেই ১২ উইকেট নিয়ে। আর সেই ঐতিহাসিক লর্ডসেই এবার নিজের পঞ্চম টেস্টে করলেন শতরান, সেই সঙ্গে লর্ডসের মাটিতে স্বর্ণাক্ষরে খোদাই করে ফেললেন নিজের নাম।
🍌আরও পড়ুন-প্যারালিম্পিক্সে ইতিহাস অবনী লেখারার! টোকিয়োর পর প্যারিসেও জিতলেন সোনা,এল আরও পদক
ꦇ মাত্র দেড় মাসের মধ্যে জীবনে কতটা বদল আসতে পারে, সেটাই যেন প্রমাণ করে দিলেন গাস আটকিনসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে প্রথম ইনিংসে নিয়েছিলেন সাত উইকেট, এরপর দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৫ উইকেট। লর্ডসের ঐতিহাসিক গ্রাউন্ডে ১২ উইকেট নিয়ে সেদিনই তিনি ক্রিকেট ইতিহাসে এক সোনার অধ্যায় রচনা করেছিলেন। কিন্তু ঐতিহাসিক মাঠেই যে তিনি আরও একটি নজির গড়তে চলেছেন, সেটা বুঝতে পারেনি অনেকেই। ১২ উইেকেট নেওয়া মাঠেই এবার তিনি করলেন অনবদ্য শতরান।
🐟আরও পড়ুন-বিরাটের সাফল্যে মুগ্ধ লক্ষ্য সেন! পদক হাতছাড়া হওয়ার পর বললেন, ‘ওর মত হতে চাই’…
🤪 শ্রীলঙ্কার বিরুদ্ধে গাস অ্যাটকিনসনসের শতরান সাজানো ছিল ১৪টি চার এবং ৪টি ছয়ে। অর্থাৎ ১১৮ রানের মধ্যে ৮০ রানই তিনি করেছেন বাউন্ডারিতে, শতাংশের নিরিখে তা ৭৫-এর বেশি। ফলে তাঁর এই পারফরমেন্স যে চ্যাম্পিয়নস ট্রফির ইংল্যান্ড দলেও তাঁকে ঢুকতে সাহায্য করবে তা বলাই বাহুল্য। পাশাপাশি এহেন পারফরমেন্সের মধ্যে দিয়েই ২৬ বছর বয়সী চেলসির ছেলে নিশ্চয় চাইবেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও নজর কাড়তে।