শুভব্রত মুখার্জি: চলতি আইএল টি-২০ লিগে বুধবার মুখোমুখি হয়েছিল শারজা ওয়ারিয়র্স এবং আবুধাবি নাইট রাই🍰ডার্স। চলতি মরশুমের ২৫তম ম্যাচে সময়টা একেবারেই ভালো গেল না নাইট রাইডার্সের। চরম ব্যাটিং ব্যর্থতায় ডুবল গোটা দল। ফলে নির্ধারিত ২০ ওভারও ব্যাটিং করা হল না তাদের। তার অনেক আগেই অল আউট হয়ে গেল আবুধাবি নাইট রাইডার্স। ১৭.১ ওভারে তাদের পাততাড়ি গুটিয়ে দিলেন ওয়ারিয়র্সের বোলাররা। ১০০ রানও করতে পারলেন না সুনীল নারিনের আবুধাবি নাইট রাইডার্স। স্বাভাবিকভাবেই ব𓆉্যাটিং ব্যর্থতার কারণে বড় ব্যবধানে হারতে হল শাহরুখ খানের আবুধাবির নাইটদের।
বুধবার ম্যাচে প্রথম ব্যাট করতে নেমেছিল নাইট রাইডার্স দল। তাদের শুরুটা বেশ খারাপ করেছিল। বোর্ডে এক রান ওঠার আগেই আউট হয়ে যান ওপেনার জো ক্লার্ক। ক্রিস ওকসের বলে শূন্য রানে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। দ্বিতীয় উইকেটে অর্ধশতরানের জুটি গড়ে ম্যাচে ফেরেন নাইটরা। দ্বিতীয় উইকেটে ৬১ রান যোগ করার পরে আবুধাবি নাইট রাইডার্স হারায় অ্যালিসান সারাফুর উইকেট। আর এরপরেই নাইটদের ব্যাটিং লাইন আপে কার্য☂ত ধস নামে। ২৮ বলে ২৬ রান করেন সারাফু। তিনটি চার এবং একটি ছয়ে সাজানো ছিল সারাফুর ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন মাইকেল পিপার।মাত্র ২১ বলে পাঁচটি চারে ৩২ রান করেন তিনি। এরপরে আর কোনও ব্যাটার বলার মতন রান পাননি। ফলে মাত্র ১৭.১ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় নাইটরা। এদিন দুরন্ত বোলিং করেন ইংলিশ বোলার আদিল রশিদ। চার ওভারে মাত্র ১২ রান দিয়ে তিনি শিকার করেন চারটি উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ১৩.৫ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় শারজা ওয়ারিয়র্স দল। তিন উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। মাত্র ১৩ বলে ৩০ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন ইংল্যান্ড অলরাউন্ডার 𒀰লিয়াম লিভিংস্টোন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং তিনটি ছয়ে। এছাড়াও ওপেনার নিরোশান ডিকওয়েলা ২৯ বলে ৩০ রান করেছেন। মার্টিন গাপ্তিল ১৩ এবং জো ডেনলি ১৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৩৭ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে সহজ জয় তুলে নেয় টম কোহলার-ক্যাডমোরের শারজা ওয়ারিয়র্স।