শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের পারফরম্যান্স আহামরি কিছু নয়। ꦫঋষভ পন্তের নেতৃত্বাধীন দিল্লি দল এই মুহূর্তে প্লে অফে যাওয়ার লড়াইতে রয়েছে। তবে তাদের রাস্তাটা মসৃণ নয়। প্লে অফে যেতে গেলে তাদের কঠিন লড়াই লড়তে হবে। চলতি আইপিএলে তাদের হয়ে যে কয়েকজন ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন তাদের মধ্যে অন্যতম বাংলার কিপার ব্যাটার বাঁহাতি অভিষেক পোড়েল।
ব্যাট হাতে অভিষেক পোড়েল একেবারে মারমুখী মেজাজে ব্যাট করেছে🧸ন। ব্যাটিং অর্ডারে বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন তিনি। রান করেছেন ধারাবাহিকভাবে। সেই তাঁরই নাকি খেলা হত না এবার দিল্লি ক্যাপিটালস দলে! এমনটাই দাবি করেছেন দিল্লি দলের বাঁহাতি অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন… IPL 2024: বিদেশিদের ব𓆏্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছ🎶ে প্রীতির পঞ্জাব
অভিষেক পোড়েল এই মরশুমে একেবারে দুরন্ত ফর্মে ব্যাট করছেন। প্রতি ম্যাচেই তিনি ব্যাট করার সুযোগ পেলেই একেবারে মারকাটারি মুডে ব্যাট করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে 🐬তাঁর স্ট্রাইক রেট ১৬২। তবে টুর্নামেন্টের শুরুতে দিল্লির প্রথম একাদশের হয়ে নাকি খেলার কথাই ছিল না অভিষেক পোড়েলের! উল্লেখ্য এই মরশুমে দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।
আরও পড়ুন… IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে ট্র্যাভিস হেডদের SR🐓H, ফিরে দেখা তাদের কার্যকলাপ
সেই ম্যাচে দিল্লি না জিতলেও অভিষেক পোড়েলের ব্যাটিং নজর কেড়েছিল সকলের। ওই ম্যাচেই টিম ম্যানেজমেন্ট পরে অভিষেককে খেলানোর সিদ্ধান্ত নেন। তারা দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমারকে খেলানোর সিদ্ধান্ত নেন। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। তখন পোড়েলকে ইমপ্যাক্ট সা🔜ব হিসেবে খেলানো হয়। বাকি ইতিহাস সকলের জানা।
আরও পড়ুন… IPLꦬ 2024: মুম্বই ইন্ডিয়ান্সেℱর শেষ চারে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, দেখে নিন এগিয়ে কারা
বিষয়টি নিয়ে বলতে গিয়ে ডেভিড ওয়ার্নার জানান, ‘আমাদের হয়ে এই মরশুমে দুরন্ত পারফরম্যান্স করেছে অভিষেক পোড়েল। প্রথম ম্যাচে আমাদের হয়ে অভিষেকের খেলার কথাই নয়। আমরা ওই ম্যাচে খুব তাড়াতাড়ি কিছু উইকেট হারাই। তারপর ওঁকে ইমপ্য😼াক্ট পরিবর্ত হিসেবে নামানো হয়। আমার যতদূর মনে পড়েছে ও ওই নয় বলের মতন খেলার সুযোগ পেয়েছিল। আর ও ৩০ বা তার থেকে একটু বেশি রান করে। আর ওই ইনিংসটা ম্যাচটা বদলে দিয়েছিল। পরের দিনও ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করে ও। বেশ ভালো খেলেছিল ও। আমার মনে হয় ও একজন খুব ভালো ক্রিকেটার হতে পারবে।’ এই মুহূর্তে দিল্লি পয়েন্ট তালিকায় রয়েছে অষ্টম স্থানে। আট ম্যাচ খেলে তারা পেয়েছে তিনটি জয়।