ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও অস্ট্রেলিয়ায় ব্যাট হাতে ডাহা ফেল অভিমন্যু ইশ্বরণ এবং রুতুরাজ গায়কোয়াড়। বর্ডার-গাভাসকর সিরিজের আগে অনুষ্ঠিত হচ্ছে ভারত এ বনাম অস্ট্রেলিয়ার এ-এর মধ্যে ম্যাচ। সেখানেই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ। দলে রয়েছেন বাংলার অভিমন্যুও। বর্ডার-গাভাসকর সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতেও নাম রয়েছে অভিমন্যু ইশ্বরণের। তবে ব্যাট হাতে ভারত এ দলের হয়ে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি। এরপরই বিদেশের মাটিতে তিনি কেমন খেলবেন তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। অনেকটা একই রকম পারফরম্যান্স অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়েরও। বৃহস্পতিবার IPL-এর রিটেনশনে তাঁকে ১৮ কোটি টাকায় রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। আদৌ তিনি এত টাকা পাওয়ার যোগ্য? প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা। তবে এর মধ্যে আশার কথা রীতিমত ক্রিজে জমে গিয়েছেন সাই সুদর্শন ও দেবদূত পাডিক্কাল। তাদের ব্যাটের দাপটেই বেসরকারি টেস্টে খেলায় ফিরেছে ভারত এ। দ্বিতীয় দিনের শেষে ১২০ রানের লিড ভারতের, হাতে আট উইকেট আছে𒆙। আরও ১০০ রান করতে পারলে নিশ্চিত ভাবেই জমে যাবে এই ম্যাচ।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ায় ভারত এ দলের ৪ দিনের টেস্ট ম্যাচ। সেখানে প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল অজিরা। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে আসেন অভিমন্যু ইশ্বরণ এবং রুতুরাজ গায়কোয়াড়। দু’জনকেই আউট করে প💝্যাভিলিয়নের রাস্তা দেখান জর্ডন বাকিংহাম। প্রথম ইনিংসে ৩০ বলে ৭ রান করেন অভিমন্যু এবং গোল্ডেন ডাক হন রুতুরাজ। ভারতের হয়ে প্রথম ইন𓃲িংসে মাত্র ৩ জন ব্যাটসম্যান ডাবল ডিজিট রান করেছে। তাঁরা হলেন- সাই সুদর্শন (২১), দেবদূত পাডিক্কাল (৩৬) এবং নবদীপ সাইনি (২৩)। প্রথম ইনিংসের শেষে ভারত এ ১০ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান তুলতেই সক্ষম হয়েছিল।
জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৫ রান করে। দুরন্ত বোলিং করেন বাংলার আরও এক ক্রিকেটার মুকেশ কুমার। ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। ৮৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়না ভারত এ দলের। দ্বিতীয় ইনিংসে আবার ব্যর্থ হয় দুই ওপেনার। এবার ৩২ বলে ১২ রান করে রান আউট হন অভিমন্যু ইশ্বরণ এবং ৬ বলে ৫ রান করে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। মোটামুটি দাঁড়িয়ে গিয়েছিলেন অভিমন্যু, কিন্তু মিড উইকেটের দিকে ঠেলে দ্রুত রান নি🙈তে গিয়ে রান আউট হন তিনি। অন্যদিকে সেই পুরনো রোগ তাড়া করল রুতুরাজকে। ফার্গাস ও নীলের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
তবে ভারত এ দলের হয়ে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করছেন সাই সুদর্শন এবং দেবদূত পাডিক্কাল। যখন মনে হচ্ছিল ফের হয়তো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে চলেছে দল, তখনই হাল ধরেন সাই সুদর্শন ও দেবদূত। কালকেই আইপিএলে রিটেন করেছে গুজরাট টাইটান্স। আত্মবিশ্বাস তুঙ্গে সাইয়ের। সেটাই নিজের ব্যাটিংয়ে এনে ঝকঝকে ৯৬ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি। ১৮৫ বলের ইনি♍ংসে এখনও পর্যন্ত নয়টি চার মেরেছেন তিনি। অন্যদিকে সমান তালে যোগ্য সঙ্গত দ🧔িচ্ছেন দেবদূত। ১৬৭ বলে ৮০ করেছেন তিনি এখনও পাঁচটি চারের সহযোগে।
অভিমন্যু অস্ট্রেলিয়া সফরের আগে যেভাবে ঘরোয়া ক্রিকেটে পার🎐ফরম্যান্স করেছেন তাতে তাঁর থেকে প্রত্যাশা বেশি ছিল সবার।&n🦋bsp;কিন্তু প্রথম ম্যাচে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন অভিমন্যু। একই কথা প্রযোজ্য অপর ওপেনার রুতুরাজের জন্যও। তবে যেভাবে সাই সুদর্শন ও দেবদূত খেলছে, তা নিশ্চিত ভাবেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খুশি করবে। অন্যদিকে মুকেশ কুমারও ভারতীয় মূল দলের পেসারদের চাপে রাখবেন তাঁর বোলিংয়ের মাধ্যমে।
উল্লেখ্য, ভারত এ অস্ট্রেলিয়া সফরে মোট ২টি ৪ দিনের ম্যাচ খেলবে। যেখানে প্রথম বেসরকারি টেস্টটি শুরু হয়েছে ৩১ অক্টোবর। শেষ হবে ৩ নভেম্বর। দ্বিতীয় বেসরকারি টেস্টটি শুরু হবে ৭ নভেম্বর। শেষ হবে ১০ নভেম্বর। অ▨ন্যদিকে ২২ নভেম্বর থেকে শুরু হবে হাই ভোল্টেজ বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট।