‘রবি’ নাকি ‘রবী’- একমাত্র স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টের প্রথম একাদশে কে থাকবেন, তা নিয়ে জল্পনায় অন্ত নেই। ম্যাচের আগেরদিন শেষ নেট সেশনেও স্পষ্টভাবে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। তবে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে যে পার্থ টেস্টের প্রথম একাদশে থাকছেন না রবিচন্দ্রন অশ্বিন। প্রথম একাদশে রাখা হচ্ছে না রবীন্দ্র জাদেজাকে। বরং সাম্প্রতিক ফর্মের বিচারে ওয়াশিংটন সﷺুন্দরকে প্রথম একাদশে রাখা হচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। সেইসঙ্গে ওই রিপোর্টে জানানো হয়েছে যে পার্থে টেস্ট অভিষেক হতে চল🐟েছে হর্ষিত রানা এবং নীতীশকুমার রেড্ডির।
পার্থ টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
ওই 🌱রিপোর্ট অনুযায়ী যদি অশ্বিন বা জাদেজা না খেলেন এবং নীতীশ ও হর্ষিতের অভিষেক হয়, তাহলে ভারতের প্রথম একাদশ মোটামুটি নিশ্চিত। ওপেনিংয়ে নামবেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। তিনে নামবেন দেবদূত পাডিক্কাল। যিনি ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে ভালো খেলেছেন। চারে নামবেন বিরাট কোহলি। পাঁচ🏅ে ঋষভ পন্ত। ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে পারফরম্যান্স এবং নেটে যেভাবে খেলেছেন, তাতে ছয়ে থাকবেন ধ্রুব জুরেল। তারপর দলে থাকবেন নীতীশ, ওয়াশিংটন, হর্ষিত, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: BGT 2024-25: আরে ভাই ১৫০ কিমি গতিবেগে বল করেছি… মিডিয়াম পেসার বꦯলাཧয় আঁতে ঘা বুমরাহর
ভারতের প্রথম একাদশ নিয়ে বুমরাহের মন্তব্য
যদিও বিষয়টি নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ কিছুটা ধাঁꦬধা বজায় রেখে বলেছেন, ‘আমাদের প্রথম একাদশ চূড়ান্ত করে ফেলেছি। ম্যাচ শুরু হওয়ার আগে কাল সকালে আপনারা সেটা জানতে পারবেন।’
আরও পড়ুন: ♈BGT 2024-25: ঘরের মাঠের চাপের কথা মেনে নিয়েও ভারতকে হারানোর হুঙ্কার দিয়ে রাখলেন কামিন্স
বুমরাহ ধাঁধা বজায় রাখলেও গত কয়েকদিনের প্র্যাকটিস সেশ꧑ন থেকে মোটামুটি ভারতের প্রথম একাদশ স্পষ্টই হয়ে গিয়েছিল। দুটি জায়গা নিয়ে মূল ধন্দ ছিল - প্রথমত, একমাত্র স্পিনার হিসেবে কে খেলবেন? দ্বিতীয়ত, বুমরাহ এবং সিরাজের সঙ্গে তৃতীয়⛎ পেসার কে হবেন? হর্ষিত নাকি প্রসিধ?
শেষদিনের নেট সেশনে কী ইঙ্গিত মিলেছিল?
কিন্তু বৃহস্পতিবার পার্থের অপ্টাস স্টেডিয়ামের বাইরে নেটে ভারতের যে অপশনাল সেশন ছিল, তাতে সেই বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। ম্যাচের আগেরদিন অপশনাল নেট সেশনে গুটিকয়েক খেলোয়াড় আসেন। প্রায় দু'ঘণ্টা ব্যাটিং করেন পন্ত। দীর্ঘক্ষণ🌞 ব্যাটিং করেন অশ্বিন এবং জাদেজাও। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে জাদেজাকে কথা বলতে দেখা যায়।