🍨 বুধবার, ১২ ফেব্রুয়ারি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সপ্তম ওডিআই শতক হাঁকানোর পর দারুণ খুশি ছিলেন শুভমন গিল। ১০২ বলে ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন তিনি। তার দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ভারত ৩৫৬ রানের বিশাল স্কোর গড়ে এবং শেষ পর্যন্ত ১৪২ রানের বড় জয় তুলে নেয়।
🍒ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরুর দিকেই আউট হয়ে গেলে, গিল বিরাট কোহলির সঙ্গে ১১৬ রানের দারুণ জুটি গড়েন। কোহলি ৫২ রান করে আউট হওয়ার পরে শ্রেয়স আইয়ারের সঙ্গে ১০৪ রানের আরও একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন শুভমন গিল। ম্যাচ শেষে শুভমন গিল বলেন, শুরুর দিকে কন্ডিশনের প্রতি সম্মান দেখিয়ে স্ট্রাইক রোটেট করার পাশাপাশি বড় শট খেলার পরিকল্পনা নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন … ꧋IND vs ENG: আমরা এমন একটি দলের বিরুদ্ধে খেলেছি যারা…. ভারতের শক্তিকে কুর্নিশ জানালেন জোস বাটলার
💧শুভমন গিল ম্যাচ ও সিরিজ সেরা হয়ে জানান, নিশ্চিতভাবেই, তিনি ভালো অনুভব করছিলেন। গিল বলেন এটি তাঁর অন্যতম সেরা ইনিংস। শুরুতে উইকেট কিছুটা কঠিন ছিল, তাই এই ইনিংসটা তাঁর কাছে বেশ সন্তোষজনক। তাঁর মতে এই উইকেট পেসারদের জন্য কিছুটা সহায়তা ছিল, বল সিম করছিল, তাই পরিকল্পনা ছিল স্ট্রাইক রোটেট করা এবং পাওয়ারপ্লেতে উইকেট না হারানো। গিল জানান, তিনি প্রথমে মোমেন্টাম তৈরি করতে চেয়েছিলেন এবং তারপর সেটাকে কাজে লাগানো। তিনি বলেন, তাঁর সামনে যা আসছিল, তার প্রতিক্রিয়ায় তিনি ব্যাট করে গিয়েছেন। গিল জানান, এই সময়ে তিনি বেশি কিছু না ভেবেননি।
🧸ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় শুভমন গিল বলেন, ‘আমি ভালো অনুভব করছিলাম, এটি আমার অন্যতম সেরা ইনিংস ছিল। উইকেট শুরুতে একটু কঠিন ছিল, পেসারদের জন্য সহায়ক ছিল, তাই এটি আরও সন্তোষজনক ছিল। বল সিম করছিল, তাই আলোচনা ছিল স্ট্রাইক রোটেট করা এবং পাওয়ারপ্লেতে উইকেট না হারিয়ে মোমেন্টাম তৈরি করা। আপনি শুধু প্রতিক্রিয়া দেন যা আপনার সামনে আসে, বেশি কিছু না ভেবেই।’
আরও পড়ুন … ඣভিডিয়ো: IND vs ENG 3rd ODI-র মাঝপথে ডাগআউটে ঘুমিয়ে পড়লেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার
🅠সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে শুভমন গিল জিতেছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। তিন ম্যাচে ৮৬.৩৩ গড়ে ২৫৯ রান করেছেন তিনি। নাগপুরে ৮৭ রান দিয়ে শুরু করার পর, কটকে ৬০ রান করেন এবং শেষ ম্যাচে অসাধারণ শতক হাঁকিয়ে সিরিজ শেষ করেন। এবার গিলের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ফর্ম ধরে রাখা, যেখানে ভারত ২০ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে তারা তাদের অভিযান শুরু করবে।