বাংলাদেশে👍র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দুর্দান্ত বল করেন অক্ষর প্যাটেল। তবে🀅 ক্যাপ্টেন রোহিতের ভুলে অনবদ্য এক নজির হাতছাড়া হয় প্যাটেলের। বাংলাদেশের বিরুদ্ধে অক্ষর হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েছিলেন। তবে হ্যাটট্রিক বলে রোহিত ক্যাচ মিস করায় পরপর ৩ বলে ৩টি উইকেট নেওয়া হয়নি বাপুর।
অক্ষরের হ্যাটট্রিক বলে ক্যাচ ফেলে অনুশোচনায় ভুগতে দেখা যায় রোহিতকে। অক্ষ𝓰রের হ্যাটট্রিক ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে ভারত অধিনায়ক ম্যাচের শেষে জানান যে, তিনি ডিনারে নিয়ে যাবেন অক্ষরকে।
উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বি🌳তীয় ম্যাচে দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন অক্ষর প্যাটেল। তিনি ই🌌নিংসের দশম ওভারে সরাসরি থ্রোয়ে রান-আউট করেন পাক ওপেনার ইমাম উল হককে।
৯.২ ওভারে কুলদীপ যাদবের বলে স্টেপ-আউট করে মিড-অনে শট খেলেই এক রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন ইমাম উল হক। অক্ষর চোখের নিমেষে বল ধরে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। ইমাম তখন﷽ও পর্যন্ত নন-স্ট্রাইকার প্র꧅ান্তের ক্রিজে পৌঁছতে পারেননি। ফলে ব্যক্তিগত ১০ রানে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ইমামকে। ২৬ বলের ঠুকঠুকে ইনিংসে কোনও বাউন্ডারি মারতে পারেননি ইমাম।
অক্ষর এমন দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করার পরে ধারাভাষ্য দেওয়ার সময় হর্ষ ভোগলে ইঙ্গিতবহ মন্তব্য করেন যে, আজও কি ক্যাপ্টেন রোহিত শর্মা ডিনাꦺরে নিয়ে যাবেন বাপুকে? অক্ষর প্যাটেলকে এমন বুলেট থ্রোয়ে রান-আউট করতে দেখে সিধু দাবি করেন যে, বাপ꧟ু ছোটবেলায় নিশ্চিত গুলি খেলতেন।
রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে টস হারে ভারত। টস হেরে শুরুতে ফিল্ডিং করতে নামে টিম ইন্ডিয়া। পাকিস্🌟তান যদিও শুরুতে ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল মোটেও। তারা দলগত ৪৭ রানে দুই উইকেট হারিয়ে বসে। বাবর আজম ২৬ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটকিপার লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়ার আগে বাবর ৫টি চার মারেন। বাবর দলগত ৮.২ ওভারে সাজঘরে ফেরেন। তার কিছুক্ষণ পরেই রান-আউট হয়ে মাঠ ছাড়েন ইমাম।
উল্লেখযোগ্য বিষয় ൲হল, ম্যাচের প্রথম ওভারেই হতাশাজনক এক নজির গড়ে বসেন মহম্মদ শামি। তিনি প্রথম ওভারে ৫টি ওয়াইড-সহ মোট ১১টি বল করেন। যদিও সেই ওভারে মাত্র ৬ রানই সংগ্রহ করে পাকিস্তান।