চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে শনিবার ভারতীয় ক্রিকেট দলের হালকা অনুশীলন হওয়ার কথা ছিল। আর তাদের অনুশীলনের জন্য দুপুরের পরের স্লট দেওয়া হয়েছিল। কিন্তু সকলকে অবাক করে দিয়ে, মেন ইন ব্লু আইসিসি অ্যাকাডেমিতে সাত তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল। বিরাট কোহলি আবাꦇর তারও আগে মাঠে উপস্থিত হয়ে নেট অনুশীলন শুরু করে দিয়েছিলেন।
স্থানীয় সময় সকাল ১১টার দিকে অনুশীন কেন্দ্রের ঢোকার মুখে চাপা গুঞ্জন তৈরি হয়েছিল। কারণ কোহলিকে তাঁর ব্যাটিং কোচ সিতাংশু কোটক এবং থ্রো-ডাউন বিশেষজ্ঞ নুয়ান এবং রঘুর সঙ্গে একটি গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল। আর বাকি দলও স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অনুশীলনেಞ চলে আসে।ཧ সেটাও নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘন্টা আগে।
আরও পড়ুন: ভারতেরꦿ বিরুদ্ধে পাকিস্তানের জয়ের কোনও সম্ভাবনাই নেই… চাঞ্চল্যকর দাবি পাক প্রাক্তনীর
প্রত্যেকে তাদের ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং রুটিন যখন শেষ করেছিলেন, তখন বিরাট কোহলি প্রায় ৪৫ মিনিট ব্যাটিং অনুশীলন করে ফেলেছিলেন। কোহলিকে নেটে স্থানীয় ১০-১২ জন বোলারের বিরুদ্ধে অনুশীলন করতে দেখা গিয়েছিল। এমনকী বরুণ চক্রবর্তীকেও প্রশিক্ষণের জন্য তাড়াতাড়ি আসতে দেখা গিয়েছে। হয়তো স্পিন খেলতে বিরাটের সমস্যা হচ্ছে বলে, তিনি আলাদা করে অনুশীলন করতে চেয়েছিলেন। সম্প্﷽রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে লেগ-স্পিনের বিরুদ্ধ♊ে সমস্যায় পড়েছিলেন বিরাট। সেই জায়গার উন্নতি করতেই সম্ভবত আলাদা অনুশীলন করেন বিরাট।
নেট অনুশীলনে বেশ 🐎নিখুঁত এবং তীক্ষ্ণ লেগেছে কোহলির ব্যাটিং। ড্রাইভ যেমন করেছেন, তেমনই রক্ষণাত্মক খেলারও চেষ্টা করেছেন। তবে পরে তিনি মাঠ থেকে উঠে এসে নিজের বাঁ-পায়ে বরফের প্যাক লাগিয়ে বসে ছিলেন। তাঁকে আইসপ্যাক লাগিয়ে বসে থাকতে দেখে গুঞ্জন শুরু হয়। তবে কোহলির চোট প্রসঙ্গে কিছুই জানা যায়নি। এর পর তাঁকে রোহিত শর্মা এবং শুভমন গিলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। পরে অধিনায়কের পেপ টকের সময়ে দলের সঙ্গে মাঠে ছিলেন তিনি। প্রায় দুই ঘণ্টা ধরে সবাই🅘 পালা করে নেটে ব্যাটিং করেন। তবে জ্বর হওয়ার কারণে ঋষভ পন্ত অনুশীলনে আসেননি।
আরও পড়ুন: গিলের শতরানের জন্য নিজের হাফসেঞ্চুরি বলি দেন 𓂃কেএল, যদি হার্দিক হতেন… নেট🐷পাড়ায় পুরনো আতঙ্ক