১১ বছরের খরা কাটাতে পারবে ভারত। অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। ওডিআই বিশ্বকাপে অল্পের জন্য হাতছাড়া হয়েছে শিরোপা। টানা ১০ ম্যাচ জিতে দাপটের সঙ্গে ফাইনালে উঠেও, হারতে হয়েছে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি চায় না ভারত। তারা শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ টি২০ বিশ্বকাপের শিরোপা জিততে মুখিয়ে রয়েছে। আর গোটা ভারত জুড়ে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন রোহিত শর্মাদের।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির ছেলেবেলার কোচ এবং দ্রোণাচার্য পুরস্কার প্রাপক রাজকুমার শর্মা ভারতের পারফরম্যান্সের উপর তাঁর 𒐪অন্তর্দৃষ্টি এবং চিন𒅌্তাভাবনা শেয়ার করেছেন।
আরও পড়ুন: কোহলিকে নিয়ে কোনও কথা বলবেন না, তিন-চার ম্যাচ না খেললে… বড় বয়ান প্রাক্তন অধিন🔯ায়কের
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর বিষয়ে তাঁর চিন্তাভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রাজকুমার শর্মা আইএএনএসকে বলেন, ‘এটি খুব আনন্দের উপলক্ষ, এবং ꧅আমি আন্তরিক ভাবে আশা করছি যে, আইসিসি ট্রফির চলতি খরা শেষ পর্যন্ত কাটবে। আমরা আশা করি, এবার খরার অবসান ঘটবে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হবে ভারত।’
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের ক্ষমতার উপর আস্থা প্রকাশ করে রাজকুমার বলেছেন, ‘ভারতীয় দলের পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে, এই ম্যাচেও ভালো পারফরম্যান্স করবে টিম ইন্ডিয়া এবং ম্যাচটি তারা জিতবে। কারণ ভারত এখনও টি২০ বিশ্বকাপে একটি ম্যাচেও হারেনি। আমাদের সমস্💜ত খেলোয়াড়দের ফর্ম বিবেচনা করে, আমি ন🃏িশ্চিত যে, ভারত ফাইনালেও জিতবে।’
রোহিত শর্মার অধিনায়কত্ব এবং তার পারফরম্যান্সের বিষয়ে মন্তব্য করে, কোহলির কোচ দাবি করেছেন, ‘একজন অধিনায়ক হিসেবে ও দুর্দান্ত কাজ করছে। ও সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে, এবং দল ওর নেতৃত্বে নিজেদের মেলে ধরছে। একটি ইউনিট হিসেব🦋ে খেলছে ভারত। প্রত্যেককে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সৌভাগ্যবশত, সব খেলোয়াড়ই তাদের কাজ ভালো ভাবে শেষ করছে। আমি টিম ইন্ডিয়াকে আমার শুভেচ্ছা জানাই এবং আশা করি, এবার আমরাই জিতব।’
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর কেটে গিয়েছে ১৭ বছর। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি। ২০০৭ সালে অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি বিশ্বকাপ জিতিয়েছিলেন টিম💯 ইন্ডিয়াকে। পরে বিরাট কোহলি নেতৃত্ব দিয়েছেন। রোহিত শর্মাও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ছিলেন। কিন্তু তাঁরা ট্রফি জিততে পারেননি। রোহিতের কাছে ফের সুযোগ এস🐬েছে। পারবে ভারত এবার তরী পার করতে?