শুক্রবার থেকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দল প্রথম ম্যাচে মুখোমুখি হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্য🐽াট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা মোটেও ভালো করেনি। ৬০ রানের মধ্যে ৩ উইকেটꦐ পড়ে গিয়েছিল। আর ১০১ রানে পড়ে যায় পঞ্চম উইকেট।
আরও পড়ুন: রিপোর্ট- হ্যাম্পশায়ারের মেজরিটি শেয়ার কিনতে চলেছে DC-র মাল🅷িক, টাকার অঙ্কটা শুনলে ༺চোখ কপালে তুলবেন
যাইহোক শ্রীলঙ্কার ইনিংসের চলার সময়ে কেএল রাহুল হঠাৎ করে আইপিএলের নিয়ম নিয়ে নাড়াচাড়া করতে বসে যান। তখন ১৩.৩ ওভারে ২ উইকেটে ৪৯ রান শ্রীলঙ্কার। আসলে শিবম দুবে ভারতের হয়ে শ্রীলঙ্কার ইনিংসের ১৪তম ওভারে বল করতে এসেছিলেন। এই ওভারের প্রথম বলেই কুশল মেন্ডিসকে প্যাভিলিয়নে পাঠান শিবম। চতুর্থ বলে পাথুম নিসঙ্কার বিরুদ্ধে আউটের আবেদন করেন তিনি। শিবম ভেবেছিলেন যে, বলটি পাথুমের ব্যাটে লেগেছে। ꧅কিন্তু বলটি আসলে উরুর প্যাডে লেগে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে জমা পড়ে।
আরও পড়ুন: রোহিতের ব্যাটিং ꦚনয়✤ এই বিশেষ গুণের জন্য ওডিআই সিরিজ দেখবেন সূর্য!
বলটি উরুর প্যাডে আঘাত করার পর শব্দ হলেও আম্পায়ার কোনও সংকেত দেননি। এই আওয়াজ হওয়ার ♏জন্যই শিবম ভেবে নিয়েছিলেন, ব্যাটে-বলে সংযোগ হয়েছে। কিন্তু উইকেটের পিছনে দাঁড়িয়ে কেএল রাহুল ভালো করেই বুঝেছিলেন যে, বলটি উরুর প্যাডে আঘাত করার পরে তাঁর গ্লাভসে ধরা পড়েছিল। এর পর অধিনায়ক রোহিত শর্মাಞ উইকেটরক্ষক কেএল এবং শিবম দুবের কাছে এসে বিষয়টি জানতে চান। তিন জনের মধ্যে কিছু কথাবার্তা শুরু হয়। সেই সময় রাহুল অধিনায়ককে প্রশ্ন করেন, আইপিএলের নিয়ম আছে এখানে? রাহুলের প্রশ্ন শুনে ধারাভাষ্যকাররাও হেসে গড়িয়ে পড়েন। আর এই ভিডিয়ো ভাইরাল হতে নেটিজেনরা হাসাহাসি শুরু করে দেন।
উইকেটকিপার রাহুল আসলে জানতেন, বল ওয়াইড হওয়ার জন্য রিভিউ চাওয়া যেতে পারে। এই বিধানটি শুধুমাত্র আইপিএল-এ রয়েছে। 🐟ওয়াইডের জন্য রিভিউ চাওয়া যায়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম নেই। বল ওয়াইড দেওয়া হয়েছিল। রোহিত যদি ওয়াইডের জন্য রিভিউ চাইতেন, তাহলে তার একটা রিভিউ নষ্ট হয়ে যেত। কারণ ব্যাট এবং বলের মধ্যে যোগাযোগ থাকলে, তবেই আপনি রিভিউ সংরক্ষণ করতে পারবেন।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্দিষ্ট ৫০ ওভারে ৮ উইকেট হারিয়🏅ে ২৩০ রান করে শ্রীলঙ্কা। লঙ্কা বাহিনীর হয়ে সর্বোচ্চ রান করেছেন দুনিথ ওয়ালালাগে। তিনি অপরাজিত ৬৭ করেছেন। এছাড়া ওপেন করতে নেমে পাথুম ৫৬ করেছেন। ভারতের হয়ে ২টি করে উইকেট ন📖িয়েছেন আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল।