ভারতীয় দল শ্রীলঙ্কায় ৩ ম্যাচ করে টি২০ এবং ওডিআই সিরিজ খেলবে। গৌতম গম্ভীরের নেতৃত্বে একটি নতুন কোচিং স্টাফ নিয়ে নতুন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে। এদিকে সূর্যকুমার যাদব অধিনায়কত্বে টি-টোয়েন্টিতে নতুন পথ চলা শুরু হবে ভারতের। আর এই সফরের জন্য সোমবার মুম্বই বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় ভারতের টি২০ স্কোয়াড। তার আগে অবশ্য নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে প্রথম 💜সাংবাদিক সম্মেলন করেন গৌতম গম্ভীর।
আরও পড়ুন: জাদেজার ওয়ানডে ক্যারিয়ার কি শꦇেষ? বড় খোলসা করলেন নির্বাচক প্রধান
এদিন বিমানবন্দরে টিম ইন্ডিয়ার নতুন টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে সকলের মধ্যে বাড়তি চাঞ্চল্য দেখা 🥃গিয়েছে। সেলফি, ছবি তোলার হিড🔯়িক ছিল চোখে পড়ার মতো। এদিক হার্দিককে দেখা গিয়েছে, নতুন সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে দেখা হতেই তাঁকে আলিঙ্গন করতে। মুখে হাসি। তবে আগের সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা লক্ষ্য করা যায়নি তারকা অলরাউন্ডারের মধ্যে। এমনিতেই ডিভোর্সকে কেন্দ্র করে ব্যক্তিগত জীবন এলোমেলো, তার উপর টি২০ অধিনায়কের তাজও পাননি। সব মিলিয়ে বড় ধাক্কা খেতে হয়েছে হার্দিককে।
গত মাস পর্যন্তও টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে রোহিতের স্থলাভিষিক্ত হওয়ার জন্য অলরাউন্ডারকে প্রধা💫ন প্রার্থী হিসাবে দেখা হচ্ছিল। তবে কেন হার্দিকের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে? এর জবাবে এদিন আগরকর বলেন, ‘আমরা এক দিনে অধিনায়ক নির্বাচন করিনি। অনেক দিন ধরে আলোচনা হয়েছে। সাজঘর থেকে খবর নিয়েছি। তার পরেই নতুন অধিনায়ক হিসাবে সূর্যকে ভেবেছি🍰। আমাদের হাতে সময় আছে। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দু'বছর পরে। আশা করি, সূর্য ভালো ভাবে নেতৃত্ব দেবে।’ তবে কি সতীর্থদের অপছন্দের প্রার্থী হওয়ার কারণেই টি২০-র নেতৃত্ব পাননি হার্দিক? আগরকরের কথাতেই কিন্তু তেমনই ইঙ্গিত।
আরও পড়ুন: শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে ‘মিলখা’ স্টা🍨ইলে অনুশীলনে ডুবে স্কাই, ভিডিয়ো হল ভাইরাল
পাশাপাশি হার্দিকে🌠র চোট পাওয়ার প্রবণতার কথাও টেনে এনেছেন প্রধান নির্বাচক। আগরকরের দাবি, ‘হার্দিক দলের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ওর ফিটনেসের সমস্যা আছে। ও খুব চোটপ্রবণ। সূর্য অধিনায়ক হওয়ার যোগ্য। ওর ক্রিকেটের মস্তিষ্ক ভালো। আশা করছি, ওকে প্রায় সব ম্যাচেই পাওয়া যাবে।’
আরও পড়ুন: Champions Trophyꦍ-এর নিশ্চয়তা নেই, ওদিকে ভারতের সঙ্গে T20I সির♛িজ খেলার খোয়াব দেখছে পাকিস্তান
এমন কী ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। এই ভূমিকাতেও কি হার্দিকের কথা ভাবেননি নির্বাচকেরা। এই প্রসঙ্গে আগরকর বলেছেন, ‘চোট সারিয়ে সবে ঋষভ পন্ত দলে এসেছে। ওর উপরে আমরা অতিরিক্ত চাপ দিতে চাইছি না। লোকেশ রাহুল দীর্ঘ দিন টি-টোয়েন্টি দলে জায়গা পায়নি। শুভমন তিন ফরম্যাটের কღ্রিকেটার। জিম্বাবোয়ে সিরিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছে। তাই ওর উপর ভরসা রাখা হয়েছে।’