প্রথমে বাংলার তারকা আকাশদীপের দুরন্ত বোলিং। তারপর ওপেনার দেবদূত পাডিক্কালের অপরাজিত ৯২ রান। সঙ্গে অপরাজিত ৫৩ রান অভিমন্যু ঈশ্বরনের। তাঁদের সৌজন্যে আমদাবাদে দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ড লায়ন্সকে চাপে ফেলে দিল ভারত☂ীয় ‘এ’ দল। প্রথম দিনের শেষে ভারতীয় ‘এ’ দল কোনও উইকেট না হারিয়েই ১৫০ রান তুলে ফেলেছে। ইংল্যান্ড লায়ন্সের থেকে আপাতত দু'রানে পিছিয়ে আছে ভারতীয় ‘এ’ দল। দ্বিতীয় দিনের𓆉 শুরুতেই লিড নিয়ে প্রথম ইনিংসে বড় ব্যবধানে এগিয়ে যেতে চাইবেন অভিমন্যুরা।
আর তাঁরা যে সেই সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটার যাবতীয় কৃতিত্ব প্রাপ্য ভারতী𓃲য় ‘এ’ দলের বোলারদের। টসে জিতে ইংল্যান্ড লায়ন্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্ত পুরোপুরি ব্যর্থ হয়। কারণ মাত্র ৫২.৪ ওভারে ১৫২ রানে অল-আউট হয়ে যায়। ১৩.৪ ওভারে ৪৬ রান দিয়ে চার উইকেট নেন আকাশদীপ। যিনি ভারতীয় 'এ' দলে সুযোগ পাওয়ায় বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে পারেননি। আর তিনি যেরকম ছন্দে আছেন, তাতে আকাশদীপ ছাড়াই ম্যাচ খেলার অভ্যেস করতে হবে মনোজ তিওয়ারিদের।
আকাশদীপের পাশাপাশি দুটি করে উইকেট পান যশ দয়াল (১০ ওভারে ১৪ রান) এবং ওয়াশিংটন সুন্দর (আট ওভারে ২৫ রান)। একটি করে উইকেট নেন আর্শদীপ সিং (১১ ওভারে ২৩ রান) এবং সৌরভ কুমার (১০ ওভারে ৩৫ রান)। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন অলিভার প্রাইস। আর ৩১🀅 রান করেন ব্রাইডন কার্স। তাঁরা ছাড়া ইংল্যান্ড লায়ন্সের মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের গণ্ডি পার করেন।
যদিও ভারতীয় ‘এ’ দলের ওপেনারদের সেরকম কোনও সমস্যাই হয়নি। অর্ধশতরান করেন পাডিক্কাল এবং ঈশ্বরন। বিশেষত পাডিক্কাল মেরে খেলতে থাকেন। যে তারকার আদতে এই ম্যাচে খেলারই কথা ছিল না। চোটের কারণে সাই সুদর্শন ছিটকে যাওয়ার দলে ঢুকেই সুযোগ𒁏ের সদ্ব্যবহার করেছেন কর্ণাটকের তারকা পাডিক্কাল। দিনের শেষে ৯৬ বলে ৯২ রানে অপরাজিত আছেন। ১৫টি চার মেরেছেন।
আর অভিমন্যু ৫৩ রানে অপরাজিত আছেন। তিনিও ৯৬টি খেলেছেন। মেরেছেন ছ'টি চার। পাডিক্কাল যখন মেরে খেলছিলেন, তখন তিনি ক🐼িছুটা ঢিমেতালে খেলতে থাকেন। তাঁদের জুটিতে মাত্র ৩২ ওভা🌞রে ১৫০ রান ওঠে। অর্থাৎ ৪.৬৮ রানরেটে রান তুলেছে ভারতীয় ‘এ’ দল।