ভারত-বাংলাদেশ ꧒টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় নতুন শতাব্দীর একেবারে শুরুতে। ২০০০ সালে প্রথমবার খেলা হয় ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। এবার ২০২৪ সালে এসে দু'দল নিজেদের মধ্যে মাঠে নামতে চলেছে নবম টেস্ট সিরিজে।
অর্থাৎ, গত ২৪ বছরে ভারত ও বাংলাদেশ নিজেদের মধ্যে মোট ৮টি টেস্ট সিরিজ খেলেছে। এই ৮টি সি🎀রিজে খেলা হয়েছে ১৩টি টেস্ট ম্যাচ। প্রত্যাশা মতোই টিম ইন্ডিয়া বরাবর আধিপত্য দেখিয়ে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয় হল, গত ২৪ বছরে বাংলাদেশ কখনও ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতেনিꦆ। টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সাফল্য বলতে ২টি ম্যাচ ড্র করা। বাকি ১১টি টেস্ট জিতেছে ভারত।
ভারত ও বাংলাদেশের মধ্যে খেলা ১৩টি টেস্ট ম্যাচের ফলাফল
১. ২০০০ সালে ঢাকা টেস্টে বাংলাদ🥃েশকে ৯ উইকেটে পরাজিত করে ভারত।
২. ২০০৪ সালে ঢাকা টেস্টে বাংল🦂াদেশকে এক ইনিংস ও ১৪০ ♊রানে হারিয়ে দেয় ভারত।
৩. ২০০৪ সালে চট্টগ্রাম টেস্ট♑ে বাংলাদেশকে এক ইনিংস ও ৮৩ রানে পরাজিত করে ভারত।
৪. ২০০৭ সালে ভারত-বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট ড্র হ𒊎য়।
আরও পড়ুন:- দেশের হয়🐠ে মাঠে নামলে IPL-এর কোনও দাম নে💦ই, জো রুটের থেকে খোঁচা খেয়ে শিখেছেন জুরেল
৫. ২০০৭ সালে মীরপুর টেস্টে বাংলাদেশকে এক ইনি🐼ংস ও ২২৯ রানে হারিয়ে দেয় ভারত।
♔ ৬. ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১১৩ রানে হারায়🍸 ভারতীয় দল।
৭.𓄧 ২০১০ সালে মীরপুর টেস্টে বাং🐈লাদেশকে ১০ উইকেটে হারিয়ে দেয় ভারত।
৮. ২০১৫ সা♐লে ভারত-বাংলাদেশ ফাতুল্লা 🐼টেস্টে ড্র হয়।
৯. ২𒉰০১৭ সালে ♌হায়দরাবাদ টেস্টে বাংলাদেশকে ২০৮ রানে পরাজিত করে ভারত।
১০. ২০১৯ সালে ইন্দোর টেস্টে বাংলাদেশকে এ💜ক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দেꦦয় ভারত।
১১. ২০১৯ সালে কলকাতা টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রাꦚনে পরাজিত করে ভারত।
১২. ২০২২ সালে চট্টগ্রাম 🔯টেস্টে বাংলাদে🎃শকে ১৮৮ রানে হারিয়ে দেয় ভারত।
১৩. ২০২২ সꦛালে মীরপুর টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করে টিম ইন্ডি🍰য়া।
ভারত ও বাংলাদেশের মধ্যে খেলা ৮টি টেস্ট সির🌼িজের মধ্যে ৭টি সিরিজ জেতে ভারত। কেবলমাত্র ২০১৫ সালে বাংলাদেশ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একটি মাত্র টেস্টের সিরিজ ড্র করতে সক্ষম হয়। সব দিক থেকে দেখলে গত ২৪ বছরে টেস্টে ভারতের বিরুদ্ধে সাফল্যের খরা কাটাতে পারেনি বাংলাদেশ। এখন দেখার যে, এবার ভারত স🔯ফরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চমকপ্রদ কিছু করে দেখাতে পারে কিনা।
উল্লেখ্য, এবার ভারত সফরে ২টি টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হꦑবে সিরিজের প্রꩲথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।