মঙ্গলবার (৮ এপ্রিল) ছিল আইপিএলে ডবল হেডারের ম্যাচ। আর দুই ম্যাচের পর আইপিএল ২০২৫ পয়েন্ট টেবলে বড় পরিবর্তন হল। এদিন কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠ ইডেনে হারিয়ে পয়েন্ট টেবলে পাঁচে উঠে এল লখনউ সুপার জায়ান্টস। কেকেআর নেমে গেল ছয়ে।
এদিকে ঘরের মাঠে প্রিয়াংশ আর্যের হাত ধরে দুরন্ত প্রত্যাবর্তন করে পঞ্জাব কিংস। তারা এদিন ১৮ রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট টেবলের চার নম্বর জায়গাই ধরে রাখল। এদিকে সিএসকে থাকল নয়ে। শীর্ষস্থান ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। দুই এবং তিনে রয়েছে যথাক্রমে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
ꩵ১) দিল্লি ক্যাপিটালস- ৩ ম্যাচে ৩টি জয়, ৬ পয়েন্ট, (নেট রানরেট +১.২৫৭)
🌼২) গুজরাট টাইটান্স- ৪ ম্যাচে ৩টি জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +১.০৩১)
💝৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৪ ম্যাচে ৩টিতে জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +১.০১৫)
🧸৪) পঞ্জাব কিংস- ৪ ম্যাচে ৩টি জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.২৮৯)
ꦿ৫) লখনউ সুপার জায়ান্টস- ৫ ম্যাচে ৩টি জয়, ২টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.০৭৮)
💦৬) কলকাতা নাইট রাইডার্স- ৫ ম্যাচে ২টি জয়, ৩টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.০৫৬)
ꦆ৭) রাজস্থান রয়্যালস- ৪ ম্যাচে ২টি জয়, ২টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.১৮৫)
ౠ৮) মুম্বই ইন্ডিয়ান্স- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.০১০)
🌸৯) চেন্নাই সুপার কিংস- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.৮৮৯)
✨১০) সানরাইজার্স হায়দরাবাদ- ৫ ম্যাচে ১টি জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.৬২৯)
ঘরের মাঠে লখনউয়ের কাছে হারল কেকেআর: 🅷এদিন ইডেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ লখনউ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল লখনউ। তারা ৩ উইকেট হারিয়ে ২৩৮ রানের বিশাল বড় স্কোর করে। মিচেল মার্শের ৪৮ বলে ৮১, নিকোলাস পুরানের ৩৬ বলে ৮৭, এডেন মার্করামের ২৮ বলে ৪৭ রানের হাত ধরে কেকেআর-এর উপর পাহাড় প্রমাণ রানের বোঝা চাপিয়ে দেয় লখনউ। সেই রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ২৩৪ করে কলকাতার দল। মাত্র ৪ রানে হারতে হয় কেকেআর-কে। কেকেআর-এর হয়ে সর্বোচ্চ রান অজিঙ্কা রাহানের। তিনি করেছেন ৩৫ বলে ৬১ রান। এছাড়া ২৯ বলে ৬৫ করেন বেঙ্কটেশ আইয়ার। আটে নেমে ১৫ বলে অপরাজিত ৩৮ করেন রিঙ্কু সিং। কিন্তু তিনি দলকে জেতাতে পারেননি।
আরও পড়ুন: ꦕICC-র আজব নিয়ম, তার জেরে প্রাপ্য এক রান কাটা গেল কোহলিদের, উঠল পরিবর্তনের জোরালো দাবি
জয়ে ফিরল পঞ্জাব, হেরেই চলেছে সিএসকে: 🌸টস জিতে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নামলে শুরুতেই তারা বড় ধাক্কা খায়। পাওয়ার প্লে-র মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে বসে থাকে। ৫ উইকেট পড়ে যায় ১০০ রান স্পর্শ করার অনেক আগে। তবে ওপেন করতে নেমে একদিক আগলে প্রিয়াংশ আর্য একেবারে ঝড় তোলেন। ৩৯ বলে সেঞ্চুরি করেন, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। শেষ পর্যন্ত ৪২ বলে ১০৩ করে আউট হন প্রিয়াংশ। হাঁকান ৯টি ছক্কা এবং ৭টি চার। এছাড়া সাতে নেমে শশাঙ্ক সিং হাফসেঞ্চুরি করেন। ৩৬ বলে ৫২ করে তিনি অপরাজিত থাকেন। আটে নেমে ১৯ বলে ৩৪ করে মার্কো জানসেন অপরাজিত থাকেন। মাঝে পাঁচ ব্যাটার এক রানে গণ্ডিও টপকাতে পারেননি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে পঞ্জাব। সেই রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ২০১ রান করতে পারে সিএসকে। ৪৯ বলে ৬৯ রান করে কনওয়ে। এছাড়া ২৭ বলে ৪২ করেন শিবম দুবে, ২৩ বলে ৩৬ করেন রাচিন রবীন্দ্র, মহেন্দ্র সিং ধোনি করেন ১২ বলে ২৭ রান। চেন্নাই ম্যাচটি ১৮ রানে হেরে যায়। এই নিয়ে এই মরশুমে টানা চার ম্যাচ হারল সিএসকে।